‘টুনি’র মরদেহ উত্তোলনের নির্দেশ
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপার মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বিকাশ কুমার সাহা এ আদেশ দেন। মরদেহ উত্তেলনে ঢাকা জেলা প্রশাসককে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং একই সঙ্গে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন বিচারক। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে পুনঃময়নাতদন্তের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত। এর আগে লোপাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে মামলার বাদি লোপার মা রাজিয়া সুলতানা ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় ময়নাতদন্তের জন্য এ আবেদন করেন। আগের ময়নাতদন্তের প্রতিবেদনে লোপা ‘আত্মহত্যা করেছেন’ বলে উল্লেখ করা হয়। গত ১৬ই অক্টোবর রাজধানীর গুলশানের শ্বশুরবাড়ি থেকে লোপার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। লোপার শ্বশুর বাড়ির লোকজনের দাবি, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার রাতেই গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন লোপার মা। এতে লোপার স্বামী আলী আমিনসহ তার বাবা ও মাকে আসামি করা হয়।
No comments