‘হাসিনা-এরশাদ ভিলেন হিসেবে চিহ্নিত হবেন’ -বদরুদ্দোজা চৌধরী
৫ই জানুয়ারির নির্বাচন করে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রের যে অবস্থা করেছেন তার কারনে শেখ হাসিনা ও এরশাদ ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেছে সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধরী। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘গণতন্ত্র ও ডা. মিলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর কোন দেশে এমন নির্বাচন হয়েছে কিনা আমার জানা নেই। নির্বাচনে অর্ধেকের বেশি বিনা প্রতিদ্বদ্বিতায় এমপি হয়েছেন। আর ৮ থেকে ১০ ভাগ ভোট পড়েছে তাও জোর করে দেয়া হয়েছে। এটা ইতিহাস হয়ে থাকবে। এরশাদকে দুর্নীতিবাজ ও ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার উল্লেখ করে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, তিনি (এরশাদ) সবচেয়ে ঘৃণিত ও জঘন্যতম অধ্যায় রচনা করেছিলেন যা ইতিহাস হয়ে রয়েছে। অথচ আজকে সেই ইতিহাস ভুলে গিয়ে তার সঙ্গে আওয়ামী লীগ জোট করেছে। তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানানো হয়েছে। এমনকি ইনু-মেননরা তাদের ভাইয়ের (ডা. মিলন) রক্তের কথা ভুলে গিয়ে এরশাদের সঙ্গে রাজনীতিক সখ্যতা গড়ে তুলেছেন। তাহলে কি তাকে (এরশাদ) ক্ষমা করে ডা. মিলনের সমাধিতে নিয়ে যাবে। ডা. মিলন প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজের জীবন বিসর্জন দিয়ে দেশে শহীদ ডা. মিলন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আবার সেই গণতন্ত্র পুণরুদ্ধার করে কৃতজ্ঞতার প্রমাণ দিতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করে ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুলহক। বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, অধ্যাপক ডা.এম এ মাজেদ, ড্যাব এর সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।
No comments