বিশিষ্টজনদের সঙ্গে খালেদার মতবিনিময়
রাজনৈতিক দলসহ সব পেশাজীবীর সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার কৌশল নিয়ে দেশের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত পৌনে নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ মতবিনিময় শুরু হয়। মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ, প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, কবি আল মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, ড. মাহফুজউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, ঢাবি শিক্ষক প্রফেসর সদরুল আমিন, জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, অধ্যাপক মবিন খান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক এ টি এম নুরুল আমিন, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক মো. সাইফুল হক, অধ্যাপক ফেরদৌস হোসেন, অধ্যাপক মামুন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, আবদুল হাই শিকদার, কৃষিবিদ অধ্যাপক এ এম ফারুক, মুহাম্মদ শহীদুল হক, আবদুল মাজেদ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশলী মহসিন আলী, প্রকৌশলী মুহাম্মদ ইসহাক, প্রকৌশলী মুহাম্মদ আজিজুর রহমান, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ খান, নাজমুল হক নান্নু, ছড়াকার আবু সালেহ প্রমুখ যোগ দেন।
No comments