আসছে পুনম পান্ডের ‘নেশা’
অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে বহুল আলোচিত ভারতীয় মডেল পুনম পান্ডের। ভারতে নানা বিতর্কের জন্ম দেওয়া মডেল পুনম পান্ডের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদচারণা ঘটতে যাচ্ছে। ছবির নাম ঠিক করা হয়েছে ‘নেশা’, পরিচালক আমিত সাক্সেনা।
মূলত ‘বি’ গ্রেডের সিনেমা হলেও সিনেমাটি নিয়ে দারুণ পাবলিসিটি করছেন পুনম পান্ডে।
নিজের সামাজিক যোগাযোগের ঠিকানা টুইটারে ছবিটির পোস্টার ও নাম ঘোষণা করার মাধ্যমে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরুর ঘোষণাটি দিয়েছেন বিতর্কিত মডেল পুনম পান্ডে। পোস্টারটিতে ছবিটির নাম মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে বিবস্ত্র হয়ে দেখানো হয়েছে।
ছবিটি ‘বি’ গ্রেডের অর্থ্যাৎ প্রাপ্তবয়স্কদের জন্য বিষয়টি সিনেমাটির অভিনেত্রী পুনম পান্ডে ও প্রযোজক আদিত্য ভাটিয়া উভয়ই নিশ্চিত করেছেন। তবে মজার ব্যাপার হল তারা সিনেমাটি হলিউডের সিনেমার মত হবে বলে আশা প্রকাশ করেছেন।
পরিচালক অমিত সাক্সেনা বলেছেন, সিনেমাটির নাম নেশা, এটি সারা বিশ্ববাসীর চোখে নেশা হয়ে থাকবে। আর এর জন্য তিনি সবাইকে সিনেমাটির ট্রেইলারের জন্য অপেক্ষা করতে যাচ্ছেন।
উল্লেখ্য অমিত সাক্সেনা এর আগে ‘জিসম’ সিনেমাটির নির্দেশনা দিয়েছেন।
ছবিটি ‘বি’ গ্রেডের অর্থ্যাৎ প্রাপ্তবয়স্কদের জন্য বিষয়টি সিনেমাটির অভিনেত্রী পুনম পান্ডে ও প্রযোজক আদিত্য ভাটিয়া উভয়ই নিশ্চিত করেছেন। তবে মজার ব্যাপার হল তারা সিনেমাটি হলিউডের সিনেমার মত হবে বলে আশা প্রকাশ করেছেন।
পরিচালক অমিত সাক্সেনা বলেছেন, সিনেমাটির নাম নেশা, এটি সারা বিশ্ববাসীর চোখে নেশা হয়ে থাকবে। আর এর জন্য তিনি সবাইকে সিনেমাটির ট্রেইলারের জন্য অপেক্ষা করতে যাচ্ছেন।
উল্লেখ্য অমিত সাক্সেনা এর আগে ‘জিসম’ সিনেমাটির নির্দেশনা দিয়েছেন।
No comments