সরকারকে বিব্রতকারী অপ্রয়োজনীয়দের বাদ দিতে হবেঃ নাসিম
আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘‘যারা অপ্রয়োজনীয় এবং যাদের কথায় সরকার বারবার বিব্রত হচ্ছে, তাদের চলে যেতে হবে অথবা বাদ দিতে হবে।’’
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘জাতীয় চারনেতা হত্যার বিচার এবং বিরোধী দলের ষড়যন্ত্র’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় চার নেতা স্মৃতিরক্ষা পরিষদ। এতে সংগঠনের সভাপতি লায়ন মজিবুর রহমান সভাপতিত্ব করেন।
কিছু সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, ‘‘এক-দুইজন ব্যক্তির জন্য আমরা বারবার বিব্রত হবো কেন? পদ্মা সেতুর নির্মাণ উদ্যোগ থেকে বারবার পিছিয়ে আসছি কেন?’’
তিনি বলেন, ‘‘আমরা বিরোধীদলের মতো দায়িত্বহীন নই। সরকারের স্বচ্ছতা প্রমাণের জন্য পদ্মা সেতুর কাজ শুরু করতেই হবে। আস্থা অর্জনের জন্য প্রয়োজনে আরো পদক্ষেপ নিতে হবে।’’
সরকারকে মেয়াদের শেষ বছরে এসে আরো সতর্কভাবে ও নিবিড়ভাবে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাবেক এই মন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘‘আওয়ামী লীগকে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। তাই আমরা কোনো বিদেশি প্রভুর কাছে নতজানু হয়ে নয় বরং আমরা জনগণের কাছে বলবো।’’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘‘ভারতে গিয়ে খালেদা টিপাইমুখ বাঁধ ও সীমান্তে হত্যা বন্ধের কথা নয়, বরং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি আর ব্যবহার করতে না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে এর আগে তিনি দিয়েছিলেন।’’
জাতীয় চার নেতা হত্যার বিচার দ্রুত শেষ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভপতি ফয়েজউদ্দীন মিয়া ও শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
কিছু সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, ‘‘এক-দুইজন ব্যক্তির জন্য আমরা বারবার বিব্রত হবো কেন? পদ্মা সেতুর নির্মাণ উদ্যোগ থেকে বারবার পিছিয়ে আসছি কেন?’’
তিনি বলেন, ‘‘আমরা বিরোধীদলের মতো দায়িত্বহীন নই। সরকারের স্বচ্ছতা প্রমাণের জন্য পদ্মা সেতুর কাজ শুরু করতেই হবে। আস্থা অর্জনের জন্য প্রয়োজনে আরো পদক্ষেপ নিতে হবে।’’
সরকারকে মেয়াদের শেষ বছরে এসে আরো সতর্কভাবে ও নিবিড়ভাবে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাবেক এই মন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘‘আওয়ামী লীগকে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। তাই আমরা কোনো বিদেশি প্রভুর কাছে নতজানু হয়ে নয় বরং আমরা জনগণের কাছে বলবো।’’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘‘ভারতে গিয়ে খালেদা টিপাইমুখ বাঁধ ও সীমান্তে হত্যা বন্ধের কথা নয়, বরং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি আর ব্যবহার করতে না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে এর আগে তিনি দিয়েছিলেন।’’
জাতীয় চার নেতা হত্যার বিচার দ্রুত শেষ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভপতি ফয়েজউদ্দীন মিয়া ও শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
No comments