ঢাকায় আসছেন ক্যাটরিনা
দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ক্যাটরিনা কাইফ। ‘স্টার নাইট’ নামের একটি আয়োজনে অংশ নেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। চলতি বছরের ১২ ডিসেম্বর কিংবা ২৩ ডিসেম্বর রাজধানীর হোটেল র্যাডিসনে অনুষ্ঠানটি হবে।
দুটি তারিখের জন্যই ক্যাটরিনার কাছ থেকে সময় বরাদ্দ করে রেখেছেন আয়োজক স্টারডম সাময়িকীর ব্যবস্থাপনা পরিচালক তানভীর খালেদ।
তিনি বর্তমানে ভারতের মুম্বাইয়ে।
সেখান থেকে জানান, প্রতি বছরই আমরা জাঁকজমকভাবে কোনো না কোনো অনুষ্ঠান আয়োজন করে থাকি। ‘স্টার নাইট’ তারই অংশ।
১২.১২.১২ তারিখকে সামনে রেখেই আমরা এগোচ্ছি। ক্যাটরিনা কাইফের সঙ্গে তারিখটি চূড়ান্ত করতে কয়েকদিনের মধ্যে সিঙ্গাপুরে যাব। তার নতুন ছবি ‘যব তাক হ্যায় জান’-এর প্রচারের ফাঁকে তিনি আমার সঙ্গে সেখানে আলাপ করবেন।
এর আগে গত বছর এটিএন ইভেন্টসের আয়োজনে ‘ত্রিদেশীয় কনসার্টে নৃত্য পরিবেশন করতে প্রথমবার ঢাকায় এসেছিলেন ক্যাটরিনা কাইফ। এ যাত্রায় তার সঙ্গে আসবেন ‘কাঁটা লাগা’ গানের মডেল শেফালি এবং বলিউডের দুই আইটেম কন্যা।
সেখান থেকে জানান, প্রতি বছরই আমরা জাঁকজমকভাবে কোনো না কোনো অনুষ্ঠান আয়োজন করে থাকি। ‘স্টার নাইট’ তারই অংশ।
১২.১২.১২ তারিখকে সামনে রেখেই আমরা এগোচ্ছি। ক্যাটরিনা কাইফের সঙ্গে তারিখটি চূড়ান্ত করতে কয়েকদিনের মধ্যে সিঙ্গাপুরে যাব। তার নতুন ছবি ‘যব তাক হ্যায় জান’-এর প্রচারের ফাঁকে তিনি আমার সঙ্গে সেখানে আলাপ করবেন।
এর আগে গত বছর এটিএন ইভেন্টসের আয়োজনে ‘ত্রিদেশীয় কনসার্টে নৃত্য পরিবেশন করতে প্রথমবার ঢাকায় এসেছিলেন ক্যাটরিনা কাইফ। এ যাত্রায় তার সঙ্গে আসবেন ‘কাঁটা লাগা’ গানের মডেল শেফালি এবং বলিউডের দুই আইটেম কন্যা।
No comments