পাক-ভারত সফরে কেরিকাণ্ড
ভারত-পাকিস্তান সফরে এসে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও ঘটনার মুখোমুখি হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। থাকা-খাওয়া বিষয়ক দুই দেশের অভিজ্ঞতা এখানে তুলে ধরা হল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নিরাপত্তায় ‘তিন হোটেলে তিন বেলা’ কৌশল নিয়েছিল গুজরাট পুলিশ। কেরির অবস্থানের জন্য একই সঙ্গে তিনটি হোটেল বুকিং দেয় পুলিশ। কেউই জানতেন না শেষ পর্যন্ত কোন হোটেলে তিনি উঠবেন। পুলিশের সিনিয়র একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘কেবল জন কেরির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাই জানতেন তিনি কোন হোটেল থাকবেন। এমনকি হোটেলের কর্মচারীরাও কেরির পৌঁছানোর এক মিনিট আগেও কোনো তথ্য জানতো না।’ ওই কর্মকর্তা বলেন, ‘শেষ পর্যন্ত কেরি একটা হোটেলে সকালে নাস্তা করেছিলেন, দুপুরে লাঞ্চ করেছিলেন আরেকটিতে এবং তৃতীয়টিতে রাতে ঘুমিয়েছিলেন।’ একই ধরনের কৌশল নেয়া হয়েছিল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ক্ষেত্রেও।
নিরাপত্তার কারণেই এই কৌশল গ্রহণ করা হয়েছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, গুজরাট ভাইব্রাস্ট সম্মেলনের অতিথিদের নিরাপত্তায় ২০টি বুলেট প্র“ফ গাড়ি ব্যবহার করা হয়েছে। ওই সম্মেলনে যোগ দেন জন কেরি, বান কি মুন ও ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোগে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার সতর্কতার পর ভারতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে পাকিস্তান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেশটির স্থানীয় ঐতিহ্যের খাবারের পরিবর্তে আমেরিকান খাবার ‘লিটল স্লাইস’ দিয়ে সকালের নাস্তা করেছেন। ‘ডানকিন ডোনাটস’ নামের একটি হোটেলে তিনি নাস্তা করে তার ছবি তুলে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। টুইটারে নিজের সেলফি দিয়ে জন কেরি লেখেন, ‘ইসলামাবাদের ডানকিন ডোনাটসে বাড়ির খাবার লিটল স্লাইস খেয়ে দিন শুরু করলাম।’ ছবিতে দেখা যায়, ৭১ বছর বয়সী ধূসর চুলের কেরি নীল জামা পরে আছেন। এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম মজার মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। রেডিও পাকিস্তান এক মন্তব্যে বলেছে, স্থানীয় বেকারি পরিদর্শনের মাধ্যমে দিন শুরু করেছেন কেরি।’ এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ছবি নিয়ে ডানকিন ডোনাটসে যাও। তারা তোমাকে মার্কিন ভিসার খরচ দেবে।’ শাহরিয়ার মির্জা নামে একজন লিখেছেন, ‘ডানকিনে বসে আছে কেরি, একলা বসে নওয়াজ খায় হালুয়া পুরি।’
নিরাপত্তার কারণেই এই কৌশল গ্রহণ করা হয়েছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, গুজরাট ভাইব্রাস্ট সম্মেলনের অতিথিদের নিরাপত্তায় ২০টি বুলেট প্র“ফ গাড়ি ব্যবহার করা হয়েছে। ওই সম্মেলনে যোগ দেন জন কেরি, বান কি মুন ও ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোগে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার সতর্কতার পর ভারতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে পাকিস্তান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেশটির স্থানীয় ঐতিহ্যের খাবারের পরিবর্তে আমেরিকান খাবার ‘লিটল স্লাইস’ দিয়ে সকালের নাস্তা করেছেন। ‘ডানকিন ডোনাটস’ নামের একটি হোটেলে তিনি নাস্তা করে তার ছবি তুলে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। টুইটারে নিজের সেলফি দিয়ে জন কেরি লেখেন, ‘ইসলামাবাদের ডানকিন ডোনাটসে বাড়ির খাবার লিটল স্লাইস খেয়ে দিন শুরু করলাম।’ ছবিতে দেখা যায়, ৭১ বছর বয়সী ধূসর চুলের কেরি নীল জামা পরে আছেন। এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম মজার মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। রেডিও পাকিস্তান এক মন্তব্যে বলেছে, স্থানীয় বেকারি পরিদর্শনের মাধ্যমে দিন শুরু করেছেন কেরি।’ এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ছবি নিয়ে ডানকিন ডোনাটসে যাও। তারা তোমাকে মার্কিন ভিসার খরচ দেবে।’ শাহরিয়ার মির্জা নামে একজন লিখেছেন, ‘ডানকিনে বসে আছে কেরি, একলা বসে নওয়াজ খায় হালুয়া পুরি।’
No comments