‘শৈশব থেকেই অবিনাশী চেতনার বীজ বুনতে হবে’
রাষ্ট্রপতি
মো. আবদুল হামিদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সুমহান ঐতিহ্য।
মূল্যবান এ ঐতিহ্যকে লালন করতে শিশু-কিশোরদের মাঝে শৈশব থেকে অসাম্প্রদায়িক
চেতনা, নিজস্ব সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বীজ বুনতে হবে।
এক্ষেত্রে কাজ করার জন্য শিশু-কিশোর সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান
তিনি। শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘর
আসরের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা পূর্ববর্তী অবস্থার কথা
তুলে ধরে শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এ বয়সে আমরা ছিলাম
পরাধীন দেশের নাগরিক। আমাদের না ছিল কথা বলার স্বাধীনতা, না ছিল মত
প্রকাশের স্বাধীনতা। তোমরা আজ তা থেকে মুক্ত। তোমাদের চিস্তার স্বাধীনতা,
মত প্রকাশের স্বাধীনতা, সংস্কৃতি চর্চার স্বাধীনতা আজ সাংবিধানিকভাবে
স্বীকৃত। তোমরা স্বাধীন দেশের নাগরিক। তাই তোমাদের সামনে আজ অমিত সম্ভাবনার
দ্বার উন্মোচিত। শিশুদের গ্রামে যাওয়ার উপদেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, তোমরা
যারা আজ শহরে বড় হচ্ছো, তোমাদের অনেকেরই দাদা-নানার বাড়ি কিন্তু গ্রামে।
ছুটি পেলে তোমরা অবশ্যই গ্রামে তাদের কাছে ছুটে যাবে। দেখবে তোমাদের পেয়ে
তারা কত আনন্দিত হয়। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য্যরে স্বাদ নিতে শিশুদের
পরামর্শ দিয়ে তিনি বলেন, এই সব না দেখলে তোমরা বঞ্চিত হবে গ্রামবাংলার
প্রকৃত রূপ থেকে। তিনি বলেন, কেন্দ্রীয় খেলাঘর আসর শিশু-কিশোরদের যোগ্য
নাগরিক হিসেবে গড়ে তুলতে অসাম্প্রদায়িক চেতনা, নিজস্ব সংস্কৃতি, সুকুমার
বৃত্তির চর্চা ও সৃজনশীল কর্মকা-ে তাদের সম্পৃক্ত করছে। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পান্না কায়সার। বক্তব্য রাখেন বাংলা
একাডেমির মহাপরিচালক সামসুজ্জামান খান, খেলাঘরের সভাপতিম-লীর সদস্য নিরঞ্জন
অধিকারী, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া।
No comments