রাজাপাকসের বিরুদ্ধে দুর্নীতি মামলা
শ্রীলংকার মার্কসবাদী বিরোধী দল দেশটির সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। একইসঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে দুর্নীতি দমন সংস্থার প্রতিও আহ্বান জানানো হয়েছে। বুধবার মুখপাত্র এ কথা জানান। জেভিপি বা পিপলস লিবারেশন ফ্রন্ট রাজাপাকসে, তার আইনপ্রণেতা ছেলে নমাল এবং দুই ভাই বাসিল ও গোতাভায়ার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে। সাবেক প্রেসিডেন্টের প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। উল্লেখ্য, গত সপ্তাহের নির্বাচনে রাজাপাকসের দলের ভরাডুবি হয়। নির্বাচনী প্রচারণার সময়ই রাজাপাকসের বিরুদ্ধে সরকারি অর্থ আÍসাতের অভিযোগ তোলা হয়। সাবেক এ প্রেসিডেন্টের ১০ বছরের শাসনামলে তার পরিবার ব্যাপকভাবে সরকারি অর্থ আÍসাৎ করে এমন কথা বলা হয়। জেভিপির আইনপ্রণেতা সুনীল হ্যান্ডুনেতি এএফপিকে বলেন, ‘আমাদের এ অভিযোগ দায়েরের প্রধান লক্ষ্য রাজাপাকসের পরিবারকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টি নিশ্চিত করা। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য আমরা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই।’ এএফপি।
No comments