কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষকসহ নিহত ৪ : আহত ১০- গায়ে হলুদ ভেসে গেলো রক্তে
কক্সবাজার
চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকায় কক্সবাজার অভিমুখি
একটি পর্যটকবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ
মোট চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে কক্সবাজার কেজি স্কুলের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরা বেগম (৪০) তার কন্যা তাসমিয়া ইসমাঈল
তাম্মি (২০) কাজের মেয়ে কহিনুর আক্তার (১৩) ও নোহা গাড়ির চালক জয়নাল আবেদীন
(২৫)। আজ সকাল সোয়া ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে। আগামীকাল শনিবার
তাসমিয়ার গায়ে হলুদ অনুষ্ঠান ছিল। আহদের মধ্যে শিক্ষিকা তাহেরা বেগমের
পুত্র রাজীব এর অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আইসিইউতে
রাখা হয়েছে। অন্যদের কক্সবাজার ও চকরিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা
হয়েছে। চকরিয়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই ফয়েজুর রহমান,ঘটনাস্থলেই ২
জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছেন। এ ছাড়া এ ঘটনায়
অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাসমিয়ার মামা
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী জানান, ২৪
জানুয়ারি তাসমিয়ার বিয়ে ঠিক হয়ে ছিলো। চট্টগ্রাম শহরে বিয়ের অনুষ্ঠান,তাই
আজ সকালে নোহা মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।
আগামীকাল শনিবার তাসমিয়ার গায়ে হলুদ অনুষ্ঠান ছিল।
No comments