পেটের ভেতর মাছ
ব্রাজিলিয়ান এক লোকের পেটের ভেতর থেকে
অপারেশন করে দক্ষিণ আমেরিকান লাঙ ফিশ বের করা হয়। অপারেশনের গ্রাফিক
ভিডিওটি ইন্টারনেট ভাইরালে পরিণত হয়েছে।
হাফিংটন পোস্ট এ সংবাদ প্রকাশ করলেও লোকটির নাম প্রকাশ করে নি। সংবাদ মাধ্যমটি জানায়, ভিডিওটি গত বছরের ডিসেম্বরে প্রথম আপলোড করা হয় বেস্ট গোর ডটকম নামের একটি অনলাইন মাধ্যমে। তবে সম্প্রতি লাইভ লিক ডটকমে পোস্ট করার পর সেটি ভাইরালে পরিণত হয়।
জানা গেছে, লোকটির মলদ্বারের ভেতর দিয়ে একটি লাঙ ফিশ প্রবেশ করে। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে যান এবং অস্ত্রোপচারের জন্য ইউনিভার্সিটারিও লন্ড্রিনা হাসপাতালে যান। সেখানে অপারেশন করে তার পেটের ভেতর থেকে মাছটি বের করে আনা হয়।
অপারেশনের পর তিনি সুস্থ হয়ে উঠলেও, এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। এমনকি ডাক্তার ও নার্সরা অপারেশন করার সময়ও তাকে নিয়ে কৌতুক করেছেন।
হাফিংটন পোস্ট এ সংবাদ প্রকাশ করলেও লোকটির নাম প্রকাশ করে নি। সংবাদ মাধ্যমটি জানায়, ভিডিওটি গত বছরের ডিসেম্বরে প্রথম আপলোড করা হয় বেস্ট গোর ডটকম নামের একটি অনলাইন মাধ্যমে। তবে সম্প্রতি লাইভ লিক ডটকমে পোস্ট করার পর সেটি ভাইরালে পরিণত হয়।
জানা গেছে, লোকটির মলদ্বারের ভেতর দিয়ে একটি লাঙ ফিশ প্রবেশ করে। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে যান এবং অস্ত্রোপচারের জন্য ইউনিভার্সিটারিও লন্ড্রিনা হাসপাতালে যান। সেখানে অপারেশন করে তার পেটের ভেতর থেকে মাছটি বের করে আনা হয়।
অপারেশনের পর তিনি সুস্থ হয়ে উঠলেও, এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। এমনকি ডাক্তার ও নার্সরা অপারেশন করার সময়ও তাকে নিয়ে কৌতুক করেছেন।
No comments