দিনে শিক্ষক, রাতে চোর
দিনের আলোতে প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন
এবং রাতের অন্ধকারে চুরি করার উদ্দেশে বেরিয়ে যেতেন ভ্যানিসা। ৩২ বছর বয়সি
স্কটল্যান্ডের এই স্কুল শিক্ষিকা হেরোইন সেবনের খরচ যোগানোর জন্য চুরির পথ
বেছে নিয়েছিলেন বলে জানায় ডেইলি মেইল।
তিনি স্কটল্যান্ডের মিথিলহিল প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। তবে চুরির অভিযোগ এনে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্কটল্যান্ডের জেনারেল টিচিং কাউন্সিল।
ভ্যানিসা নেশার খরচ যোগানোর জন্য অন্যের ঘরের দরজা ভেঙে নগদ টাকা চুরি করেন। এ ছাড়া ২০১২ সালে গ্যারেজ থেকে পেট্রোল চুরি করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
অবশ্য চেষ্টার পর তার হেরোইন আসত্তি ছুটে গেছে বলে জানিয়েছেন স্বয়ং ভ্যানিসা। এখন তিনি তার দাদির সাথে বসবাস করছেন।
ভ্যানিসা বলেন, আমি হেরোইনের নেশা ছাড়ার উদ্দেশে দাদির কাছে চলে আসি। প্রথমে দাদিকে জানাই আমি ভালো হতে চাই। তিনি আমাকে আশ্রয় দেন। এতে দিন দিন আমিও সুস্থ হয়ে উঠি।
তিনি স্কটল্যান্ডের মিথিলহিল প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। তবে চুরির অভিযোগ এনে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্কটল্যান্ডের জেনারেল টিচিং কাউন্সিল।
ভ্যানিসা নেশার খরচ যোগানোর জন্য অন্যের ঘরের দরজা ভেঙে নগদ টাকা চুরি করেন। এ ছাড়া ২০১২ সালে গ্যারেজ থেকে পেট্রোল চুরি করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
অবশ্য চেষ্টার পর তার হেরোইন আসত্তি ছুটে গেছে বলে জানিয়েছেন স্বয়ং ভ্যানিসা। এখন তিনি তার দাদির সাথে বসবাস করছেন।
ভ্যানিসা বলেন, আমি হেরোইনের নেশা ছাড়ার উদ্দেশে দাদির কাছে চলে আসি। প্রথমে দাদিকে জানাই আমি ভালো হতে চাই। তিনি আমাকে আশ্রয় দেন। এতে দিন দিন আমিও সুস্থ হয়ে উঠি।
No comments