খালেদাকে স্বাগত জানাতে উড়বে লক্ষাধিক বেলুন by ইসাহাক আলী
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবির পক্ষে জনসমর্থন গড়তে কাল নাটোর যাচ্ছেন বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহরের নবাব সিরাজউদ-দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে নাটোরকে। শহরজুড়ে নির্মাণ করা হয়েছে পাঁচ শতাধিক তোরণ। প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার। আলাইপুর বিএনপি কার্যালয় থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দু’পাশে আলোকসজ্জার পাশাপাশি শোভা পাচ্ছে বর্ণিল প্ল্যাকার্ড। পতপত করে উড়ছে রঙিন কাপড়ের পতাকা। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ওড়ানো হবে লক্ষাধিক রঙিন বেলুন। সমাবেশ শুরু আগে সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত নেতাকর্মীদের মুগ্ধ করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। সমাবেশে শৃঙ্খলা রক্ষায় ২০ হাজার বিএনপি কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালন করবেন। সরজমিন দেখা গেছে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজা থেকে শুরু করে রাজশাহীর সীমানা এবং বগুড়ার নন্দীগ্রাম ও পাবনা দাশুড়িয়া পর্যন্ত দীর্ঘ মহাসড়ক এবং জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে প্রায় পাঁচ শতাধিক তোরণ। শহরজুড়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সংবলিত শ’ শ’ ডিজিটাল বিলবোর্ড টাঙানো হয়েছে। আলাইপুর থেকে জনসমাবেশস্থল পর্যন্ত মহাসড়কের দুই পাশে রঙিন বাতি, নানা রঙের পতাকা শোভা পাচ্ছে। সন্ধ্যা হলেই নানা রঙের আলোকসজ্জায় মুগ্ধ হচ্ছে শহরবাসী। ঢাকা থেকে দুই শতাধিক মাইক এনে শহরজুড়ে লাগানো হয়েছে। তৈরি করা হয়েছে ৬০ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘের সুবিশাল মঞ্চ। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশকে আকর্ষণীয় করতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের কর্মী-সমর্থকরা মাঠে আলাদা রঙের পোশাক পরে অবস্থান করবেন। এর মধ্যে ছাত্রদল লাল টি-শার্ট, যুবদল সবুজ টি-শার্ট, স্বেচ্ছাসেবক দল হলুদ টি-শার্ট, ওলামা দল সাদা পায়জামা-পাঞ্জাবি ও টুপি, কৃষকদল মাথায় মাথাল, তাঁতীদল ঘাড়ে গামছা ও মৎস্যজীবী দল ধুতি গেঞ্জি পরে এবং মাছ ধরার সামগ্রী হাতে নিয়ে মাঠে অবস্থান করবে। ২০ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের জন্য মাঠের পশ্চিমপাশে জায়গা নির্ধারণ করা হয়েছে। বাকি অংশ বিএনপির সকল অঙ্গ সংগঠনের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। প্রতিটি ভাগে যার যার রঙের পোশাক পরে হাতে রঙিন বেলুন নিয়ে হাজার হাজার কর্মী সমর্থক অবস্থান নেবেন। খালেদা জিয়া মাঠে আগমনের পর এক সঙ্গে পুরো মাঠে লাখ লাখ কর্মী-সমর্থক গ্যাসভরা বেলুন আকাশে ওড়িয়ে দেবেন। শনিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া সড়কপথে রওনা হয়ে দুপুরের মধ্যেই নাটোর পৌঁছবেন। জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকালে জনসভা মঞ্চে উপস্থিত হবেন তিনি। সমাবেশের সভাপতি নাটোর জেলা বিএনপির সভাপতি ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুপুরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও সকাল ১০টার মধ্যেই নাটোর সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠ ও আশপাশের রাস্তাঘাট মানুষে ভরে যাবে। দুপুরের আগ পর্যন্ত কণ্ঠশিল্পী ও জাসাস সাধারণ সম্পাদক মনির খান, কনকচাঁপা ও রিজিয়া পারভীন সংগীত পরিবেশন করবেন। জোহরের নামাজের সঙ্গে সঙ্গেই সমাবেশ শুরু হবে। খালেদা জিয়ার সমাবেশকে কেন্দ্র করে পুরো শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহম্মেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির খন্দকার গোলাম মতুর্জা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গাণি ও সাম্যবাদী দলের সাঈদ আহমেদসহ ২০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
No comments