শিশুর ক্যামেরায় ভূতের যুদ্ধ
পাঁচ বছরের এক শিশু গা ছমছমে দুইটি ভূতের
যুদ্ধের ছবি তুলেছে বলে দাবি করেছেন তার বাবা রিচার্ড জনস। ইংল্যান্ডের
স্ট্যাফোর্ডশায়ার এলাকা থেকে ছবিটি তোলা হয় বলে জানায় মিরর।
রিচার্ড জনস জানান, তার পাঁচ বছর বয়সি ছেলে অ্যামি জনস হঠাৎ চিৎকার করতে করতে এসে ক্যামেরায় দুই দুটি ভূতের ছবি দেখায়। একটু আগে গাছের আড়াল থেকে ছবিটি তুলেছে বলে দাবি করে। সে নাকি ভূত দুটোকে ঢাল দিয়ে যুদ্ধ করতে দেখেছে। প্রথমে ঘটনাটি বিশ্বাস করেননি তিনি। কারণ তখন ছিলো দিনের উজ্জ্বল আলো।
তিনি বলেন, তারপরও আমি কৌতুহল দমাতে পারলাম না। দেখার ইচ্ছে হলো, আসলে ঘটনাটা কি। অ্যামির সাথে গিয়ে তো আমিও অবাক। দেখতে পাই গাছের আড়ালে সত্যি সত্যিই দুই দুটো ভূত যুদ্ধ করছে। একেবারে ওর তোলা ছবির মতো। ভূত দুটোর হাতে ছিলো ঢাল। আমি আরো আশ্চর্য্য হয়ে যাই ওগুলোর কাঠামো এবং আকার দেখে। ভূত দুটোর মূলত কোনো রঙ ছিলো না। তবে কিছুটা সাদাটে মনে হলো।
রিচার্ড জনস জানান, তার পাঁচ বছর বয়সি ছেলে অ্যামি জনস হঠাৎ চিৎকার করতে করতে এসে ক্যামেরায় দুই দুটি ভূতের ছবি দেখায়। একটু আগে গাছের আড়াল থেকে ছবিটি তুলেছে বলে দাবি করে। সে নাকি ভূত দুটোকে ঢাল দিয়ে যুদ্ধ করতে দেখেছে। প্রথমে ঘটনাটি বিশ্বাস করেননি তিনি। কারণ তখন ছিলো দিনের উজ্জ্বল আলো।
তিনি বলেন, তারপরও আমি কৌতুহল দমাতে পারলাম না। দেখার ইচ্ছে হলো, আসলে ঘটনাটা কি। অ্যামির সাথে গিয়ে তো আমিও অবাক। দেখতে পাই গাছের আড়ালে সত্যি সত্যিই দুই দুটো ভূত যুদ্ধ করছে। একেবারে ওর তোলা ছবির মতো। ভূত দুটোর হাতে ছিলো ঢাল। আমি আরো আশ্চর্য্য হয়ে যাই ওগুলোর কাঠামো এবং আকার দেখে। ভূত দুটোর মূলত কোনো রঙ ছিলো না। তবে কিছুটা সাদাটে মনে হলো।
No comments