আসাম ও কেরালার নতুন মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ
কংগ্রেসের নেতা তরুণ গগৈ (৭৬) গতকাল বুধবার ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আসামের রাজ ভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল জে বি পট্টনায়েক।
একই দিন কেরালা রাজ্যের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের নেতা উমেন চান্দি। ওই রাজ্যের রাজ্যপাল আর এস গাভাই তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ, মুল্লাপাল্লি রামচন্দ্রন, সাবেক মুখ্যমন্ত্রী ভি এস অচ্চ্যুতানন্দন, সিপিআই (এম) নেতা এম বিজয় কুমার, এম এ বাবি, টিম এম টমাস উপস্থিত ছিলেন।
গগৈর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় কৃষ্ণ হান্দিক, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও আসাম কংগ্রেসের সভাপতি ভুবনেশ্বর কালিতা উপস্থিত ছিলেন। আরও ছিলেন কংগ্রেসের নবনির্বাচিত ৭৭ জন বিধায়ক, পুলিশ, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
স্ত্রী ডলি, ছেলে গৌরব ও মেয়ে চন্দ্রিমাকে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন গগৈ। এ সময় তিনি সাদা কুর্তা, পাজামা ও কোট পরেছিলেন।
শপথ গ্রহণ শেষে মন্ত্রীদের তালিকা আনতে দিল্লিতে যাবেন গগৈ। কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এই তালিকা অনুমোদন করেছেন।
একই দিন কেরালা রাজ্যের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের নেতা উমেন চান্দি। ওই রাজ্যের রাজ্যপাল আর এস গাভাই তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ, মুল্লাপাল্লি রামচন্দ্রন, সাবেক মুখ্যমন্ত্রী ভি এস অচ্চ্যুতানন্দন, সিপিআই (এম) নেতা এম বিজয় কুমার, এম এ বাবি, টিম এম টমাস উপস্থিত ছিলেন।
গগৈর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় কৃষ্ণ হান্দিক, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও আসাম কংগ্রেসের সভাপতি ভুবনেশ্বর কালিতা উপস্থিত ছিলেন। আরও ছিলেন কংগ্রেসের নবনির্বাচিত ৭৭ জন বিধায়ক, পুলিশ, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
স্ত্রী ডলি, ছেলে গৌরব ও মেয়ে চন্দ্রিমাকে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন গগৈ। এ সময় তিনি সাদা কুর্তা, পাজামা ও কোট পরেছিলেন।
শপথ গ্রহণ শেষে মন্ত্রীদের তালিকা আনতে দিল্লিতে যাবেন গগৈ। কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এই তালিকা অনুমোদন করেছেন।
No comments