বৈদেশিক সহায়তা বাড়ানো নিয়েব্রিটিশ সরকারে মতানৈক্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বৈদেশিক সহায়তা বিপুল পরিমাণে বাড়ানোর পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স। ক্যামেরনের উদ্দেশে ফক্সের লেখা এক চিঠিতে এ কথা জানা যায়। গতকাল মঙ্গলবার চিঠিটি টাইম পত্রিকায় প্রকাশিত হয়।
ফক্স বলেন, মোট জাতীয় আয় থেকে সহায়তা ব্যয় ২০১৩ সাল নাগাদ শূন্য দশমিক ৭ শতাংশ বাড়ানোর বিষয়টি আইনগতভাবে পাকাপোক্ত করার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন, তা যৌক্তিক নয়। এবার পরিকল্পনা পরিবর্তনের ক্ষেত্রে সরকারের হাত বাঁধা পড়তে পারে।
সহায়তা বাজেট বাড়ানোর এই পরিকল্পনায় কনজারভেটিভ পার্টির কিছু নেতা ক্ষুব্ধ। ক্যামেরন ও ফক্স উভয়ই এই দলের নেতা। এই বাজেট বাস্তবায়নে সরকারের অন্যান্য দপ্তর থেকে বিপুল পরিমাণ ব্যয় কমাতে হবে। চিঠিতে ফক্স লেখেন, ‘বর্তমান কাঠামো অনুযায়ী এই বাজেট প্রস্তাবকে আমি সমর্থন করি না। কারণ এই বিল পরিকল্পনা পরিবর্তনে সরকারের সামর্থ্যকে সীমিত করে দেবে।
ফক্স বলেন, মোট জাতীয় আয় থেকে সহায়তা ব্যয় ২০১৩ সাল নাগাদ শূন্য দশমিক ৭ শতাংশ বাড়ানোর বিষয়টি আইনগতভাবে পাকাপোক্ত করার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন, তা যৌক্তিক নয়। এবার পরিকল্পনা পরিবর্তনের ক্ষেত্রে সরকারের হাত বাঁধা পড়তে পারে।
সহায়তা বাজেট বাড়ানোর এই পরিকল্পনায় কনজারভেটিভ পার্টির কিছু নেতা ক্ষুব্ধ। ক্যামেরন ও ফক্স উভয়ই এই দলের নেতা। এই বাজেট বাস্তবায়নে সরকারের অন্যান্য দপ্তর থেকে বিপুল পরিমাণ ব্যয় কমাতে হবে। চিঠিতে ফক্স লেখেন, ‘বর্তমান কাঠামো অনুযায়ী এই বাজেট প্রস্তাবকে আমি সমর্থন করি না। কারণ এই বিল পরিকল্পনা পরিবর্তনে সরকারের সামর্থ্যকে সীমিত করে দেবে।
No comments