সাবেক সেনাপ্রধান বিজিমুঙ্গুর ৩০ বছরের কারাদণ্ড
গণহত্যার দায়ে রুয়ান্ডার সাবেক সেনাপ্রধান অগাস্টিন বিজিমুঙ্গুকে ৩০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল এই কারাদণ্ডাদেশ দেন।
একই আদালত রুয়ান্ডার প্রধানমন্ত্রী আগাথে উইলিঙ্গিমানাকে হত্যার নির্দেশ এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেন। প্রধানমন্ত্রী আগাথেকে হত্যার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত বেলজিয়ামের ১০ জন সদস্যকে হত্যা করা হয়। তাঁরা প্রধানমন্ত্রী আগাথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
আদালত রায়ে বলেন, ১৯৯৪ সালের ৬ এপ্রিল রাতে শুরু হওয়া ওই গণহত্যায় জড়িত ব্যক্তিরা সাবেক সেনাপ্রধান অগাস্টিন বিজিমুঙ্গুর পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন। তখন তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন না। কিন্তু তাঁর কমান্ডের সেনারা পুরোপুরি তাঁরই অনুগত ছিলেন। আদালত আরও জানান, সেনাপ্রধান হওয়ার কয়েক দিন আগে অগাস্টিন বিজিমুঙ্গু রুয়ান্ডার উত্তরাঞ্চলীয় জেলা মুকিঙ্গোতে একটি বক্তব্য দেন। এতে তিনি রুয়ান্ডার আদিবাসী তুতসিদের হত্যার আহ্বান জানান। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
রুয়ান্ডায় ১৯৯৪ সালে আট লাখ আদিবাসী তুতসি ও উদারপন্থী হুতু গণহত্যার শিকার হয়।
একই আদালত রুয়ান্ডার প্রধানমন্ত্রী আগাথে উইলিঙ্গিমানাকে হত্যার নির্দেশ এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেন। প্রধানমন্ত্রী আগাথেকে হত্যার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত বেলজিয়ামের ১০ জন সদস্যকে হত্যা করা হয়। তাঁরা প্রধানমন্ত্রী আগাথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
আদালত রায়ে বলেন, ১৯৯৪ সালের ৬ এপ্রিল রাতে শুরু হওয়া ওই গণহত্যায় জড়িত ব্যক্তিরা সাবেক সেনাপ্রধান অগাস্টিন বিজিমুঙ্গুর পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন। তখন তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন না। কিন্তু তাঁর কমান্ডের সেনারা পুরোপুরি তাঁরই অনুগত ছিলেন। আদালত আরও জানান, সেনাপ্রধান হওয়ার কয়েক দিন আগে অগাস্টিন বিজিমুঙ্গু রুয়ান্ডার উত্তরাঞ্চলীয় জেলা মুকিঙ্গোতে একটি বক্তব্য দেন। এতে তিনি রুয়ান্ডার আদিবাসী তুতসিদের হত্যার আহ্বান জানান। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
রুয়ান্ডায় ১৯৯৪ সালে আট লাখ আদিবাসী তুতসি ও উদারপন্থী হুতু গণহত্যার শিকার হয়।
No comments