বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের লেনদেন শুরু কাল
দেশের দুই স্টক এক্সচেঞ্জে কাল বৃহস্পতিবার থেকে বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এরই মধ্যে প্রতিষ্ঠানটির তালিকাভুক্তি অনুমোদন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে মোট ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ৬০ টাকা নেওয়া হয়েছে।
বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। আইপিও প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন দাঁড়ায় ৮৬ কোটি টাকা। আইপিও বিবরণীতে দেওয়া হিসাব অনুযায়ী গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৭৬ পয়সা।
আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের শেয়ার লেনদেন ‘এন’ ক্যাটাগরির অধীনে কাল শুরু হবে। এ ক্ষেত্রে ডিএসই ট্রেডিং কোড ‘বিইডিএল’ আর কোম্পানি কোড ১৫৩১৩।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে মোট ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ৬০ টাকা নেওয়া হয়েছে।
বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। আইপিও প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন দাঁড়ায় ৮৬ কোটি টাকা। আইপিও বিবরণীতে দেওয়া হিসাব অনুযায়ী গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৭৬ পয়সা।
আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বারাকাতউল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের শেয়ার লেনদেন ‘এন’ ক্যাটাগরির অধীনে কাল শুরু হবে। এ ক্ষেত্রে ডিএসই ট্রেডিং কোড ‘বিইডিএল’ আর কোম্পানি কোড ১৫৩১৩।
No comments