নাদালের পর জোকোভিচ
অবিশ্বাস্য ধারাবাহিকতার পুরস্কার পেলেন নোভাক জোকোভিচ। বছর শেষের টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলা নিশ্চিত করলেন অজেয় সার্বিয়ান। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের আগেই কোয়ালিফাই করলেন জোকোভিচ। আগের কৃতিত্বটা রাফায়েল নাদালের, ২০০৯ সালে। এএফপি।
এ বছরের ২০ থেকে ২৭ নভেম্বর লন্ডনে বসবে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের আসর। ২০১১ সালের ফলাফলের ভিত্তিতে সেরা আট খেলোয়াড় সুযোগ পাবেন খেলার। এ বছর জোকোভিচ জিতেছেন টানা ৩৭টি ম্যাচ। আর এটাই নিশ্চিত করে দিয়েছে তাঁর অংশগ্রহণ।
২০০৮ সালে এটিপি ওয়ার্ল্ড ট্যুরে চ্যাম্পিয়ন জোকোভিচের সর্বশেষ পরাজয় এই টুর্নামেন্টেই, গত বছরের সেমিফাইনালে। জোকোভিচ হেরেছিলেন রজার ফেদেরারের কাছে।
এ বছরের ২০ থেকে ২৭ নভেম্বর লন্ডনে বসবে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের আসর। ২০১১ সালের ফলাফলের ভিত্তিতে সেরা আট খেলোয়াড় সুযোগ পাবেন খেলার। এ বছর জোকোভিচ জিতেছেন টানা ৩৭টি ম্যাচ। আর এটাই নিশ্চিত করে দিয়েছে তাঁর অংশগ্রহণ।
২০০৮ সালে এটিপি ওয়ার্ল্ড ট্যুরে চ্যাম্পিয়ন জোকোভিচের সর্বশেষ পরাজয় এই টুর্নামেন্টেই, গত বছরের সেমিফাইনালে। জোকোভিচ হেরেছিলেন রজার ফেদেরারের কাছে।
No comments