নিজেদের সমর্থকেরাই...
ইতালিয়ান ফুটবলে বর্ণবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে অনেক দিন ধরেই। লড়াইটা যে খুব জরুরি, এর প্রমাণ আরেকবার মিলল রোববার। জুভেন্টাসের খেলোয়াড়েরা নিজেদেরই সমর্থকদের ‘বর্ণবাদী’ আচরণের শিকার হলেন।
সিরি ‘আ’তে আটলান্টার বিপক্ষে ঘরের মাটিতে ম্যাচ খেলতে হোটেল থেকে বেরোচ্ছিলেন খেলোয়াড়েরা। ঠিক সেই সময় একদল সমর্থক বিয়ারের বোতল ও ডিম ছুড়ে মারে তাদের। সমর্থকদের বেশি ক্ষোভের মুখে পড়েছিলেন ফ্যাবিও ক্যানাভারো, জোনাথন জেবিয়ানা ও ফিলিপ মেলো।
এর মধ্যে জেবিয়ানা অভিযোগ করেছেন, তাঁকে ‘বর্ণবাদী’ গালিগালাজ করেছে সমর্থকেরা। ব্রাজিলিয়ান জেবিয়ানার সঙ্গে জুভেন্টাস সমর্থকদের বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছে। ঝামেলার শুরু ফুলহামের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচ থেকে। হেরে আসা ওই ম্যাচে লাল কার্ড দেখে বেরোনোর সময় সমর্থকদের দিকে মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করেছিলেন জেবিয়ানা।
সেই ঘটনা স্বীকার করেই জেবিয়ানা অভিযোগ করলেন ‘অবশ্যই’ তাঁকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও ওই দিন ম্যাচ চলা অবস্থাতেও জুভেন্টাস সমর্থকদের প্রতিবাদ চলেছে। মাঠের বাইরে শ-তিনেক সমর্থক প্রতিবাদ জানিয়েছে।
সিরি ‘আ’তে আটলান্টার বিপক্ষে ঘরের মাটিতে ম্যাচ খেলতে হোটেল থেকে বেরোচ্ছিলেন খেলোয়াড়েরা। ঠিক সেই সময় একদল সমর্থক বিয়ারের বোতল ও ডিম ছুড়ে মারে তাদের। সমর্থকদের বেশি ক্ষোভের মুখে পড়েছিলেন ফ্যাবিও ক্যানাভারো, জোনাথন জেবিয়ানা ও ফিলিপ মেলো।
এর মধ্যে জেবিয়ানা অভিযোগ করেছেন, তাঁকে ‘বর্ণবাদী’ গালিগালাজ করেছে সমর্থকেরা। ব্রাজিলিয়ান জেবিয়ানার সঙ্গে জুভেন্টাস সমর্থকদের বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছে। ঝামেলার শুরু ফুলহামের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচ থেকে। হেরে আসা ওই ম্যাচে লাল কার্ড দেখে বেরোনোর সময় সমর্থকদের দিকে মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করেছিলেন জেবিয়ানা।
সেই ঘটনা স্বীকার করেই জেবিয়ানা অভিযোগ করলেন ‘অবশ্যই’ তাঁকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও ওই দিন ম্যাচ চলা অবস্থাতেও জুভেন্টাস সমর্থকদের প্রতিবাদ চলেছে। মাঠের বাইরে শ-তিনেক সমর্থক প্রতিবাদ জানিয়েছে।
No comments