নিয়মিত যোগব্যায়াম করছেন নেপালের মাওবাদী নেতা প্রচণ্ড
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও মাওবাদী নেতা পুষ্পকমল দহল প্রচণ্ড যোগব্যায়াম শুরু করেছেন। শুধু তা-ই নয়, দলীয় কর্মীদেরও যোগব্যায়ামে উদ্বুদ্ধ করছেন তিনি। ‘ইতিবাচক জীবনাচার ও শারীরিক সুস্থতা’র জন্য কয়েক মাস ধরেই যোগব্যায়াম চালিয়ে যাচ্ছেন এই মাওবাদী নেতা।
যোগব্যায়ামের মাধ্যমে নেপালের সংবিধানের খসড়া প্রণয়নের আগে ‘ইতিবাচক ভাবনা’র জন্য প্রচণ্ড সবাইকে অনুপ্রাণিত করছেন।
গত সোমবার কাঠমান্ডুর তুনডিখিয়েল এলাকার একটি মাঠে প্রায় ৩০ হাজার মানুষের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন তিনি। তিনি শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে মাদুরে বসে যোগব্যায়াম করেন। তাঁর গলায় কাঠের গুটির মালাও ছিল।
এ প্রসঙ্গে প্রচণ্ড বলেন, ‘নয়াদিল্লিতে ভারতীয় যোগগুরু রামদেবের সঙ্গে আমার দেখা হয়। তিনি দুই দেশের জনগণের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথা শুনে খুব ভালো লাগে। ওই সময় আমি গলার সমস্যায় ভুগছিলাম। তাঁর পরামর্শে তাত্ক্ষণিকভাবে ওই সমস্যার উপশম হলো। তখনই যোগব্যায়ামের ক্ষমতা সম্পর্কে ধারণা পাই। এরপর উন্নত জীবনাচার ও সুস্থতার কথা বিবেচনা করে দলীয় নেতা-কর্মীদের যোগব্যায়ামে উদ্বুদ্ধ করার বিষয়টি চিন্তা করি।
যোগব্যায়ামের মাধ্যমে নেপালের সংবিধানের খসড়া প্রণয়নের আগে ‘ইতিবাচক ভাবনা’র জন্য প্রচণ্ড সবাইকে অনুপ্রাণিত করছেন।
গত সোমবার কাঠমান্ডুর তুনডিখিয়েল এলাকার একটি মাঠে প্রায় ৩০ হাজার মানুষের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন তিনি। তিনি শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে মাদুরে বসে যোগব্যায়াম করেন। তাঁর গলায় কাঠের গুটির মালাও ছিল।
এ প্রসঙ্গে প্রচণ্ড বলেন, ‘নয়াদিল্লিতে ভারতীয় যোগগুরু রামদেবের সঙ্গে আমার দেখা হয়। তিনি দুই দেশের জনগণের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথা শুনে খুব ভালো লাগে। ওই সময় আমি গলার সমস্যায় ভুগছিলাম। তাঁর পরামর্শে তাত্ক্ষণিকভাবে ওই সমস্যার উপশম হলো। তখনই যোগব্যায়ামের ক্ষমতা সম্পর্কে ধারণা পাই। এরপর উন্নত জীবনাচার ও সুস্থতার কথা বিবেচনা করে দলীয় নেতা-কর্মীদের যোগব্যায়ামে উদ্বুদ্ধ করার বিষয়টি চিন্তা করি।
No comments