১১ সদস্যের তদন্ত কমিটি গঠন
কলকাতার পার্ক স্ট্রিটের বহুতল ভবন স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন সাবেক মুখ্যসচিব সৌরেন রায়। রাজ্যের মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তী গতকাল সোমবার রাজ্য সচিবালয় মহাকরণে এ কথা জানান।
এদিকে তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৮টি লাশ এখনো কলকাতার পিজি হাসপাতালের মর্গে রয়েছে। লাশগুলোর চেহারা এত বিকৃত হয়ে গেছে যে সেগুলো শনাক্ত করা যাচ্ছে না। এগুলোর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৮টি লাশ এখনো কলকাতার পিজি হাসপাতালের মর্গে রয়েছে। লাশগুলোর চেহারা এত বিকৃত হয়ে গেছে যে সেগুলো শনাক্ত করা যাচ্ছে না। এগুলোর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
No comments