সাম্প্রদায়িক দাঙ্গার পর হায়দরাবাদ শহরে কারফিউ
ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজধানী হায়দরাবাদের বেশ কিছু অংশে গতকাল মঙ্গলবার কারফিউ জারি করা হয়েছে। সেখানে আগের দিন হিন্দু-মুসলিম দাঙ্গা হওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে ভারতীয় পুলিশ।
হায়দরাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে খান বলেন, হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে গত সোমবার সাজসজ্জা করা নিয়ে বাদানুবাদ থেকে দাঙ্গা শুরু হয়। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। নিহত যুবক হিন্দু সম্প্রদায়ের। তাকে ছুকিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুই পক্ষের বহু মানুষ আহত হয়। তিনি বলেন, ‘পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে, সে জন্য শহরের বেশ কয়েকটি এলাকায় আমরা কারফিউ জারি করেছি।’
গতকাল শহরের বেশির ভাগ দোকানপাট ও অফিস বন্ধ ছিল, রাস্তাগুলো ছিল ফাঁকা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে।’
স্থানীয়রা জানান, মুসলিম অধ্যুষিত শহরের পুরোনো অংশে চারমিনার মসজিদের কাছে দাঙ্গা শুরু হয়। উত্তেজিত জনতা পরস্পরের দিকে পাথর ছুড়তে থাকে। পুলিশ জানিয়েছে, দাঙ্গায় পাঁচটি মসজিদ ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজিত জনতা দোকানপাট, গাড়ি ও বাসে আগুন ধরিয়ে দেয়।
হায়দরাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে খান বলেন, হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে গত সোমবার সাজসজ্জা করা নিয়ে বাদানুবাদ থেকে দাঙ্গা শুরু হয়। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। নিহত যুবক হিন্দু সম্প্রদায়ের। তাকে ছুকিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুই পক্ষের বহু মানুষ আহত হয়। তিনি বলেন, ‘পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে, সে জন্য শহরের বেশ কয়েকটি এলাকায় আমরা কারফিউ জারি করেছি।’
গতকাল শহরের বেশির ভাগ দোকানপাট ও অফিস বন্ধ ছিল, রাস্তাগুলো ছিল ফাঁকা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে।’
স্থানীয়রা জানান, মুসলিম অধ্যুষিত শহরের পুরোনো অংশে চারমিনার মসজিদের কাছে দাঙ্গা শুরু হয়। উত্তেজিত জনতা পরস্পরের দিকে পাথর ছুড়তে থাকে। পুলিশ জানিয়েছে, দাঙ্গায় পাঁচটি মসজিদ ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজিত জনতা দোকানপাট, গাড়ি ও বাসে আগুন ধরিয়ে দেয়।
No comments