পাকিস্তানের সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন আদালত
সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে জারি করা নির্দেশ বাস্তবায়নের জন্য পাকিস্তান সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিতর্কিত ন্যাশনাল রিকন্সিলিয়েশন অর্ডিন্যান্স (এনআরও) বাতিলসংক্রান্ত রায়ের বাস্তবায়ন নিয়ে এই আদেশ দেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে এক ঐতিহাসিক রায়ে ২০০৭ সালে জারি করা ওই অধ্যাদেশটি বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। অধ্যাদেশটির আওতায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও অন্যান্য রাজনীতিককে বিভিন্ন দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট অধ্যাদেশটিকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং দুর্নীতির কয়েক শ পুরোনো মামলা আবার চালু করার নির্দেশ দেন।
ওই রায়ে দুর্নীতির মাধ্যমে অর্জন করা কোটি কোটি ডলার ফিরিয়ে দেওয়ার জন্য দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিকদের প্রতি নির্দেশ জারি করেন আদালত। পাশাপাশি সাবেক অ্যাটর্নি জেনারেল মালিক কাইয়ুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
গত ডিসেম্বরে এক ঐতিহাসিক রায়ে ২০০৭ সালে জারি করা ওই অধ্যাদেশটি বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। অধ্যাদেশটির আওতায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও অন্যান্য রাজনীতিককে বিভিন্ন দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট অধ্যাদেশটিকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং দুর্নীতির কয়েক শ পুরোনো মামলা আবার চালু করার নির্দেশ দেন।
ওই রায়ে দুর্নীতির মাধ্যমে অর্জন করা কোটি কোটি ডলার ফিরিয়ে দেওয়ার জন্য দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিকদের প্রতি নির্দেশ জারি করেন আদালত। পাশাপাশি সাবেক অ্যাটর্নি জেনারেল মালিক কাইয়ুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
No comments