ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জি-৮ মন্ত্রীদের
শিল্পোন্নত দেশগুলোর সংস্থা জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য যথাযথ ও কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে সংস্থার চূড়ান্ত খসড়া ঘোষণাপত্রে ইরানের সঙ্গে আলোচনার পথও উন্মুক্ত রাখা হয়েছে। কানাডায় জি-৮ মন্ত্রীদের দুই দিনের বৈঠক শেষে গতকাল মঙ্গলবার এ যৌথ ঘোষণা দেওয়া হয়।
ওই ঘোষণাপত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে জি-৮ দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রচারণা চালাবে। আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ইরানের অব্যাহত পরমাণু কর্মসূচি নিয়ে জি-৮ দেশগুলো উদ্বিগ্ন বলে ঘোষণাপত্রে জানানো হয়।
ওই ঘোষণাপত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে জি-৮ দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রচারণা চালাবে। আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ইরানের অব্যাহত পরমাণু কর্মসূচি নিয়ে জি-৮ দেশগুলো উদ্বিগ্ন বলে ঘোষণাপত্রে জানানো হয়।
No comments