ওয়ার্নার জেতালেন দিল্লিকে
টানা তিন ম্যাচ হারের পর আগের ম্যাচে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কাল আবার জয়ের ধারা থেকে ছিটকে পড়ল তারা। ৪০ রানে হারল দিল্লি ডেয়ারডেভিলসের কাছে।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় কাল ঝড় তোলেন ডেয়ারডেভিলসের অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ৬৯ বলে ৯টি চার ও ৫টি ছয়ে করেন অপরাজিত ১০৭ রান। এটি এবারের আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি (প্রথমটি ইউসুফ)। ওয়ার্নারের সেঞ্চুরি ও কলিংউডের (৫৩) ফিফটিতে দিল্লি ৪ উইকেটে তোলে ১৭৭ রান।
রান তাড়া করতে এসে কলকাতা ২১ রান তুলতেই হারিয়ে ফেলে সৌরভ গাঙ্গুলীসহ (৫) তিন উইকেট। দলীয় ৫০ রানে ক্রিস গেইলও (৩০) আউট হয়ে গেলে কলকাতার পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ডেভিড হাসি ৩২ বলে ২৯ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ১৮ বলে ২৪ রান করলেও তা কলকাতার (১৩৭/৯) পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। ম্যান অব দ্য ম্যাচ ডেভিড ওয়ার্নার।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় কাল ঝড় তোলেন ডেয়ারডেভিলসের অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ৬৯ বলে ৯টি চার ও ৫টি ছয়ে করেন অপরাজিত ১০৭ রান। এটি এবারের আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি (প্রথমটি ইউসুফ)। ওয়ার্নারের সেঞ্চুরি ও কলিংউডের (৫৩) ফিফটিতে দিল্লি ৪ উইকেটে তোলে ১৭৭ রান।
রান তাড়া করতে এসে কলকাতা ২১ রান তুলতেই হারিয়ে ফেলে সৌরভ গাঙ্গুলীসহ (৫) তিন উইকেট। দলীয় ৫০ রানে ক্রিস গেইলও (৩০) আউট হয়ে গেলে কলকাতার পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ডেভিড হাসি ৩২ বলে ২৯ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ১৮ বলে ২৪ রান করলেও তা কলকাতার (১৩৭/৯) পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। ম্যান অব দ্য ম্যাচ ডেভিড ওয়ার্নার।
No comments