সংযুক্ত আরব আমিরাতে হত্যার দায়ে ১৭ ভারতীয়র মৃত্যুদণ্ড
সংযুক্ত আরব আমিরাতে এক পাকিস্তানি নাগরিককে হত্যার দায়ে ১৭ ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেখানে শরিয়া আদালতের বিচারক ইউসুফ আল হামাদি এ রায় দেন। গতকাল সোমবার খালিজ টাইমস পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়।
পত্রিকাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল সাজা এলাকায় অবৈধ মদ ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের জানুয়ারি মাসে একদল ভারতীয় নাগরিক চার পাকিস্তানি নাগরিকের ওপর হামলা চালান। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওই পাকিস্তানি নাগরিক নিহত হন। পাকিস্তানের অপর তিন নাগরিক আহতাবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন।
আদালতের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ওই হামলায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিকদের বয়স ১৭ থেকে ৩০ বছর।
পত্রিকাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল সাজা এলাকায় অবৈধ মদ ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের জানুয়ারি মাসে একদল ভারতীয় নাগরিক চার পাকিস্তানি নাগরিকের ওপর হামলা চালান। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওই পাকিস্তানি নাগরিক নিহত হন। পাকিস্তানের অপর তিন নাগরিক আহতাবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন।
আদালতের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ওই হামলায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিকদের বয়স ১৭ থেকে ৩০ বছর।
No comments