হত্যার পর নরমাংস ভক্ষণ
বর্বরোচিত ও লোমহর্ষক ঘটনা ঘটেছে বৃটেনের সাউথ ওয়েলস অঞ্চলে। নরখাদকদের অস্তিত্ব সভ্য পৃথিবীতে নেই। অবিশ্বাস্য হলেও সত্যি যে, ৩৪ বছর বয়সী ম্যাথিউ উইলিয়ামস সেই কাজটিই করেছে। ২২ বছরের এক তরুণীকে হত্যার পর তার শরীরের কিছু অংশ খেয়েছে সন্দেহভাজন খুনি ম্যাথিউ। এদিকে গ্রেপ্তারের সময় ম্যাথিউ মারা যায়। পুলিশ উচ্চ ভোল্টেজসম্পন্ন টেইজার পিস্তল ব্যবহার করায় তার মৃত্যু হয়। ওই তরুণীর মুখম-লের কিছু অংশ খাওয়ার সময় একটি হোটেল থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। মুখে ভয়াবহ ক্ষতসহ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখে বিশাল ক্ষতের কারণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ওই হোটেলের নিরাপত্তা কর্মীরা দরজা ভেঙে ম্যাথিউকে হাতেনাতে পাকড়াও করে এবং পুলিশকে খবর দেয়। আরেকটি সহিংস অপরাধে জড়িত থাকায় দীর্ঘ সময় জেল খাটার পর মাত্র দুই সপ্তাহ আগে মুক্তি পায় সে। ওই তরুণীকে একসঙ্গে মদপানের জন্য ওই হোটেলে নিয়ে গিয়েছিল ম্যাথিউ। এরপরই লোমহর্ষক এ ঘটনা ঘটায় সে।
No comments