মোদি আর যা-ই হোন কথা রাখেন, বিশ্বস্ত : ইমরান
পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদি আর যা-ই হোন, কথা রাখেন। বিদেশী ব্যাংকগুলোতে ভারতের ধনকুবেরদের জমানো কালো টাকা ফেরত আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মোদির বক্তব্যের প্রশংসা করে ইমরান এ কথা বলেছেন। শুক্রবার এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানে অর্থপাচারকারীদের কালো টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে দেশটির সরকারকে চাপ দিয়ে যাচ্ছে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তান (পিটিআই)। কিন্তু সরকারের পক্ষ থেকে এ দাবির পক্ষে কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়ায় তা নিয়ে আন্দোলন শুরু করেছেন ইমরান। ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নওয়াজ শরিফ জালিয়াতি ও ছলচাতুরির আশ্রয় নিয়ে জয়ী হয়েছেন- এমন অভিযোগ এনে এ বছরের আগস্ট থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইমরান ও তার ভক্ত-সমর্থক অনুসারীরা। পাকিস্তানের কোনো নেতার পক্ষে মোদির প্রশংসা করার বিষয়টি খুবই বিরল।
No comments