গ্লোবাল এন্টারপ্রিনিউরশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. মুহাম্মদ ইউনূস
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের হাতে গ্লোবাল এন্টারপ্রিনিউরশিপ অ্যাওয়ার্ড তুলে দিলেন প্রিন্স আবদুল আজিজ বিন আবদুল্লাহ। তিনি সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও সেন্টেনিয়াল ফান্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান। এ বছর এ পুরস্কারের জন্য বেছে নেয়া হয় ড. ইউনূসকে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স তুরকি বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ, টিসিএফ বোর্ড মেম্বার ড. আবদুল আজিজ এইচ আল মুতাইরি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকের প্রধান, সামাজিক সংগঠন, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। ৩রা নভেম্বর সৌদি আরবের রিয়াদে অবস্থিত রিয়াদ রিজ কার্লটন হোটেলে এক অনুষ্ঠানে ড. ইউনূসকে পুরস্কৃত করা হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgem-OC0D1KWUMZHwQH69ZNPSfaaI2P6b65ryOm7lbiw08ki9rdHbCeBvMTR-NWt9aUqAlkyqQt-lSr5JipMuRAbJo38umKrSoOLr6Peu7JHY9DyuiMHQjRk3SCXLg_mQRT34ERMHmXkjM/s1600/unu.jpg)
No comments