পুরুষের উৎপাদনশীল শেল : নির্দিষ্ট ধরনের মানব টিস্যু
সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি’র একদল বিজ্ঞানী খুবই নির্দিষ্ট ধরনের মানব টিস্যু হিসেবে পুরুষের উৎপাদনশীল শেল শনাক্ত করেছে। খবর বিবিসি’র। দলটি মানব শরীরের কোন টিস্যুতে কোন প্রোটিন সক্রিয় তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন।
গবেষণায় দেখা যায়, সুনির্দিষ্ট আচার-আকার-প্রকৃতির প্রোটিন পুরুষের উৎপাদনশীল শেল’র কাজে দরকারী। দ্য হিউম্যান প্রোটিন আটলাস নিবন্ধে বর্ণনা করা হয়েছে, ‘‘নতুন ওষুধ উন্নয়নে বৈজ্ঞানিক গবেষণা সত্যিকারের গুরুত্বপূর্ণ ভিত্তি।’’
প্রায় ২০ হাজার প্রোটিন নির্মাণের জন্য মানব ডিএনএ শিক্ষা নেয়। যৎ সামান্য জীববিজ্ঞান (Biological) যন্ত্রকার্য আমাদের শরীরকে চালিত করে।
শেলে সক্রিয় প্রোটিনের সম্মিলন শরীরের কার্যপ্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়- রক্ত ফিলটার করার জন্য একটি শেল মস্তিষ্কের স্নায়ুকোষ অপেক্ষা বৃক্কে ভিন্নভাবে কাজ করে।
গবেষণায় দেখা যায়, সুনির্দিষ্ট আচার-আকার-প্রকৃতির প্রোটিন পুরুষের উৎপাদনশীল শেল’র কাজে দরকারী। দ্য হিউম্যান প্রোটিন আটলাস নিবন্ধে বর্ণনা করা হয়েছে, ‘‘নতুন ওষুধ উন্নয়নে বৈজ্ঞানিক গবেষণা সত্যিকারের গুরুত্বপূর্ণ ভিত্তি।’’
প্রায় ২০ হাজার প্রোটিন নির্মাণের জন্য মানব ডিএনএ শিক্ষা নেয়। যৎ সামান্য জীববিজ্ঞান (Biological) যন্ত্রকার্য আমাদের শরীরকে চালিত করে।
শেলে সক্রিয় প্রোটিনের সম্মিলন শরীরের কার্যপ্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়- রক্ত ফিলটার করার জন্য একটি শেল মস্তিষ্কের স্নায়ুকোষ অপেক্ষা বৃক্কে ভিন্নভাবে কাজ করে।
No comments