সারা দেশে অনুপস্থিত ৪৬ হাজার পরীক্ষার্থী
অবশেষে নির্ধারিত সময়ের ৫ দিন পর শুক্রবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। গত বছরের মতো এবার এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রথম দিনে সারা দেশে ৪৬ হাজার ৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জনকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামীর হরতালের কারণে ২ নভেম্বর এ পরীক্ষা শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা পারা যায়নি। এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় সারা দেশে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন। হরতালের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। অনেক শিক্ষার্থী অভিযোগ করে, সময়সূচি না জানায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। অনেকে দেরিতে পরীক্ষা হলে এসে কান্নাকাটি শুরু করে। বরগুনার আমতলীতে ২০১২ সালের প্রশ্ন দিয়ে ৪ পরীক্ষার্থীর দেড় ঘণ্টা পরীক্ষা নেয়া হয় বলে অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কর্নিয়ায় সেলাই নিয়েই জেএসসিতে অংশ নেয় শিক্ষকের কলমের আঘাতে আহত রাব্বি।দেশের বিভিন্ন স্থান থেকে হলের ভেতরে ঢিলেঢালা ও দেখাদেখির পরিবেশ বিরাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকার যে দুটি কেন্দ্র পরিদর্শন করেন, তিনি চলে আসার পর ওই দুটি কেন্দ্রে এ পরিস্থিতি বিরাজ করে। এর বাইরে পরীক্ষাকালে মন্ত্রীর লটবহরসহ হলের ভেতরে প্রবেশ ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলায় শিক্ষার্থীদের পরীক্ষা সাময়িকভাবে বিঘ্নিত হয়। অথচ শিক্ষার্থীদের ‘ডিস্টার্ব’ হবে বলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় হলের ভেতরে প্রবেশ করেননি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবীর দুলু যুগান্তরকে টেলিফোনে জানান, পরীক্ষার প্রশ্নফাঁস হয়নি, এটা ইতিবাচক। কিন্তু হলের ভেতরে শিক্ষার্থীদের দেখাদেখির সুযোগ করে দেয়া প্রশ্ন ফাঁসের চেয়েও মারাত্মক। মন্ত্রী এবং শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিন মতিঝিলের সরকারি বালক ও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ দুটি কেন্দ্রে ভিকারুননিসা নূন ও মতিঝিল আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা করা হয়েছে।অষ্টম শ্রেণীর এ সমাপনী পরীক্ষা শুক্রবার সকাল ৯টায় দেশের ২ হাজার ৫২৫টি কেন্দ্রে শুরু হয়। এদিন জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা নেয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ মোবাইল ফোনে যুগান্তরকে জানান, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে। কোনো জায়গা থেকে কোনো গোলযোগ বা অনাকাক্সিক্ষত পরিস্থিতির খবর পাওয়া যায়নি।শুক্রবার মোট অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ১২৭৩৮, রাজশাহীতে ৩২৯০, কুমিল্লায় ৩৫৪২, যশোরে ৩৪৯৭, চট্টগ্রামে ২০৯৫, সিলেটে ১৮৩২, বরিশালে ২২০৫, দিনাজপুরে ২৫৯৮ এবং মাদ্রাসা বোর্ডে ১৪২৪৩ জন অনুপস্থিত ছিল। আর বহিষ্কৃতদের মধ্যে ২ জন যশোর বোর্ডে, ১ জন ঢাকা বোর্ডে ও ৪ জন মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী। আর এবার জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ এবং জেডিসিতে তিন লাখ ২৬ হাজার ৯৭ পরীক্ষার্থী ছিল।এ বছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে। বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। এসএসসির মতো দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্র“তি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারছে।এদিকে পরীক্ষা কেন্দ্র দুটি পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, হরতালকারীরা ‘অমানুষ’। এরা ১৯৭১ সালেও বাংলাদেশের ক্ষতি করেছে, মা-বোনের ইজ্জত নিয়েছে। এখন নতুন প্রজন্মকে ধ্বংস করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানোর খবর-বরিশাল: সময়সূচি জানতে বিলম্ব হওয়ায় জেএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় বরিশালে ২ হাজার ২শ’র বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অনেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরও হলে প্রবেশ করতে দেখা গেছে। তবে পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি সময়জনিত কারণে হয়নি বলে দাবি করেন বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।নাটোর : জেলার ২২ হাজার ৩০২ শিক্ষার্থীর মধ্যে ৫৪১ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৩৪৭ এবং জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৫৪৯ জন। অভিভাবক ও শিক্ষকরা জানান, পরিবর্তিত সময় ভালোভাবে প্রচার না করায় অনেক পরীক্ষার্থী সকাল ১০টায় পরীক্ষা মনে করে বিলম্বে এসে কান্নাকাটি করতে দেখা গেছে।নড়াইল : জেলায় ১৪টি কেন্দ্রে প্রথম দিন বাংলা পরীক্ষার মোট জেএসসি পরক্ষার্থী ছিল ৯ হাজার ৯৭ জন। পরীক্ষা দিয়েছে ৮ হাজার ৯২০ জন। পরীক।ষা দেয়নি ১৭৭ জন।বরগুনা : আমতলী মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ৪ পরীক্ষার্থীকে ২০১২ সালের প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা চলার পর পার্শ্ববর্তী শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রশ্ন অমিল থাকায় বিষয়টি ধরা পড়ে এবং শিক্ষার্থীরা তাৎক্ষণিক পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের জানালে প্রায় দেড় ঘণ্টা পর তাদের প্রশ্নপত্র পরিবর্তন করে দেয়া হয়।সিলেট : সিলেট শিক্ষা বোর্ডে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১ লাখ ১১ হাজার ২১১ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে শুক্রবার পরীক্ষা প্রথম দিন অনুপস্থিত ছিল ১ হাজার ৮৩২ জন।ব্রাহ্মণবাড়িয়া : শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ছোড়া কলমে চোখে আঘাতপ্রাপ্ত অষ্টম শ্রেণীর ছাত্র গোলাম রাব্বি অবশেষে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শুক্রবার সকালে চোখের কর্নিয়ায় সেলাই নিয়েই পরীক্ষা শুরু হওয়ার একটু আগেই পরীক্ষা হলে গিয়ে সে উপস্থিত হয়।রাজশাহী : নওগাঁর মান্দায় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আট ভুয়া পরীক্ষার্থীকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার পরীক্ষার প্রথম দিন মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষায় অংশ নেয়া ওইসব ভুয়া পরীক্ষার্থী সবাই চকবাবন বৈলশিং দাখিল মাদ্রাসা ও জামদই আলিম মাদ্রাসার শিক্ষার্থী। ভুয়া পরীক্ষার্থীরা জানায়, ৬০০ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম পরীক্ষায় অংশ নেয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করেছিলেন।চট্টগ্রাম : শুক্রবার জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৯৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এক লাখ ৪০ হাজার ৬৫১ ছাত্রছাত্রী অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৫৫৬ শিক্ষার্থী অংশ নিয়েছে।দৌলতখান : ভোলার দৌলতখানে শুক্রবার অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি বাংলা প্রথম পত্র ও কোরআন মজিদ পরীক্ষায় ৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেএসসির দুটি মূল ও দুটি ভেন্যু এবং জেডিসির একটি মূল ও একটি ভেন্যু কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৪৩ জন।পূর্বধলা (নেত্রকোনা) : উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে উপজেলায় জেএসসি ৪টি কেন্দ্রে ও জেডিসি পরীক্ষার ২টি কেন্দ্রে ৪ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।রামগঞ্জ (লক্ষ্মীপুর) : উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম শুক্রবার জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষক ও পরীক্ষার্থীদের কাছ থেকে শতাধিক মোবাইল ফোন জব্দ এবং ৫ পরীক্ষার্থীর উত্তরপত্র ১০ মিনিট করে আটকিয়ে রাখে।স্বরূপকাঠি (পিরোজপুর) : উপজেলার ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি কেন্দ্রে ১ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৫ জন। স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।আগৈলঝাড়া : প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৭৩১ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৮৫ জন উপস্থিত ছিল। ৪৬ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ফুলবাড়িয়ায় সারা দেশের মতো জেএসসি ও জেডিসি পরীক্ষায় শুক্রবার প্রথম দিনে ৬ হাজার ৩৭৪ জনের মধ্যে ১৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে জেএসসি ১০২ ও জেডিসিতে ৬০ জন অনুপস্থিত ছিলেন।আখাউড়া : প্রথম দিনে আখাউড়া উপজেলায় ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। শুক্রবার সারা দেশের মতো আখাউড়া উপজেলার ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৮৫ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৫৩১ জন।কুমিল্লা : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলায় শুক্রবার অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কেন্দ্রগুলোতে সাড়ে ৩ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে মাদ্রাসা বোর্ডের আওতাধীন জেডিসি পরীক্ষায় কুমিল্লা জেলার ১৬ উপজেলায় ৩১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
No comments