শিক্ষা পেয়েছেন কেজরিওয়াল
প্রথমবার দিল্লির মসনদে বসার সুযোগ পেয়েও ৪৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাড়ান অরবিন্দ কেজরিওয়াল। বিষয়টিকে ভালোভাবে নেননি দিল্লির সাধারণ মানুষ। ফলে আপ প্রধানের আকাশছোঁয়া জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকতে শুরু করেছে।
বিধানসভা ভেঙে ফের নির্বাচনের পথে দিল্লি। আগামী বছরের শুরু দিকেই হতে পারে নির্বাচন।
কেজরিওয়ালের আশা দিল্লির মানুষ তাঁকে দ্বিতীয় সুযোগ দেবে। আর তাই আগেভাগেই জানিয়ে দিলেন, দ্বিতীয়বার সুযোগ পেলে আর পদত্যাগ করবেন না তিনি।
এনডিটিভিকে দেয়া সাাৎকারে কেজরিওয়াল বলেন- আমি শিক্ষা পেয়ে গেছি। আর কখনো সুযোগ পেয়ে তা নষ্ট করব না। ভবিষ্যতে আর কখনও পদত্যাগ করব না।
No comments