দুনীতি নিমূল খুবই কষ্টকর ।। বিশেষ সাৰাতকারে অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যে কোন কাজে জনগণের সম্পৃক্ততা থাকলে সেই কাজ ভাল হয়। ভাল হয় মানুষকে আস্থায় নিয়ে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করলে।
ভবিষ্যতের সিদ্ধানত্মগুলো আমরা সুবিধাভোগীদের সঙ্গে আলোচনা করেই গ্রহণ করব। আগামী দিনের বাজেট প্রণয়নের জন্য আমরা এই আলোচনা অব্যাহত রাখব। দৈনিক জনকণ্ঠের সঙ্গে বিশেষ সাক্ষাতকারে অর্থমন্ত্রী বলেন, দুঃশাসন আর দুর্নীতি থাকলে দেশের উন্নতি হয় না। আমাদেরকে দেশের মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। আর ওটা করতে গিয়ে সতর্ক থাকতে হবে_ যাতে দুর্নীতি ও দুঃশাসন না আসে। যদিও এটা নিশ্চিত করা খুবই কষ্টকর হবে।অর্থমন্ত্রী জনকণ্ঠের সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ নিয়ে খোলামেলা কথা বললেন। তিনি বলেন, 'এখন সিদ্ধানত্ম গ্রহণের সংস্কৃতিও বদলে গেছে।
অর্থমন্ত্রীর সাৰাতকারের পূর্ণ বিবরণ চতুরঙ্গ পাতায় (পৃষ্ঠা-৭)
No comments