টেন্ডুলকার-শেবাগরা নিজের দলেই
কিছু অনুমিত নাম যেমন আছে, তেমনই আছে বিস্ময়ও। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, শেন ওয়ার্ন, ক্রিস গেইলদের ধরে রেখেছে তাঁদের দল। কিন্তু গৌতম গম্ভীর, অ্যাডাম গিলক্রিস্ট, জ্যাক ক্যালিস বা অ্যান্ড্রু সাইমন্ডসদের ধরে রাখায় আগ্রহী নয় তাঁদের দল! বিস্ময়কর হলেও কাল সন্ধ্যা পর্যন্ত এটাই সত্যি।
আগের দল থেকে আগামী আইপিএলে চারজন ক্রিকেটার রেখে দিতে পারবে দলগুলো, তাঁদের এবার নিলামে তোলা হবে না। এই চারজনের মধ্যে আবার ভারতীয় থাকতে পারবেন সর্বোচ্চ তিনজন। কাল সন্ধ্যা পর্যন্ত চারজন করে ধরে রাখা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ মুম্বাই ইন্ডিয়ানস। কাজটা বেশি কঠিন ছিল মুম্বাইয়েরই। তাদের ধরে রাখা চারজনের বাইরেও ইচ্ছে ছিল জহির খান, ডোয়াইন ব্রাভো, সৌরভ তিওয়ারি, জেপি ডুমিনিদের রাখাও। তিনজন ভারতীয় রেখেছে একমাত্র চেন্নাই। মাইক হাসি বা মুত্তিয়া মুরালিধরন নন, একমাত্র বিদেশি হিসেবে বেছে নিয়েছে তারা আলবি মরকেলকে। শেবাগকে রাখা নিশ্চিত করলেও সর্বশেষ মৌসুমের অধিনায়ক গম্ভীরের ব্যাপারে বুঝে উঠতে পারছে না দিল্লি। কলকাতা নাইট রাইডার্স রেখে দিয়েছে একমাত্র ক্রিস গেইলকে। অধিনায়ক ও কোচ শেন ওয়ার্নের পাশাপাশি রাজস্থান রয়্যালস রেখে দিয়েছে প্রথমবার তাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক শেন ওয়াটসনকে। কোনো ক্রিকেটারকে ধরে রাখায় আগ্রহী নয় ডেকান চার্জার্স বা কিংস ইলেভেন পাঞ্জাব। মালিকানা প্রশ্নে বিসিসিআই রাজস্থান ও পাঞ্জাবকে বহিষ্কৃত করলেও আদালত স্থিতাবস্থা দেওয়ায় খেলোয়াড় নিলামে অংশ নিতে পারছে দল দুটি। তাই চতুর্থ আইপিএলে তাদের অংশ নেওয়ারও ভালো সম্ভাবনা রয়েছে।
আগের দল থেকে আগামী আইপিএলে চারজন ক্রিকেটার রেখে দিতে পারবে দলগুলো, তাঁদের এবার নিলামে তোলা হবে না। এই চারজনের মধ্যে আবার ভারতীয় থাকতে পারবেন সর্বোচ্চ তিনজন। কাল সন্ধ্যা পর্যন্ত চারজন করে ধরে রাখা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ মুম্বাই ইন্ডিয়ানস। কাজটা বেশি কঠিন ছিল মুম্বাইয়েরই। তাদের ধরে রাখা চারজনের বাইরেও ইচ্ছে ছিল জহির খান, ডোয়াইন ব্রাভো, সৌরভ তিওয়ারি, জেপি ডুমিনিদের রাখাও। তিনজন ভারতীয় রেখেছে একমাত্র চেন্নাই। মাইক হাসি বা মুত্তিয়া মুরালিধরন নন, একমাত্র বিদেশি হিসেবে বেছে নিয়েছে তারা আলবি মরকেলকে। শেবাগকে রাখা নিশ্চিত করলেও সর্বশেষ মৌসুমের অধিনায়ক গম্ভীরের ব্যাপারে বুঝে উঠতে পারছে না দিল্লি। কলকাতা নাইট রাইডার্স রেখে দিয়েছে একমাত্র ক্রিস গেইলকে। অধিনায়ক ও কোচ শেন ওয়ার্নের পাশাপাশি রাজস্থান রয়্যালস রেখে দিয়েছে প্রথমবার তাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক শেন ওয়াটসনকে। কোনো ক্রিকেটারকে ধরে রাখায় আগ্রহী নয় ডেকান চার্জার্স বা কিংস ইলেভেন পাঞ্জাব। মালিকানা প্রশ্নে বিসিসিআই রাজস্থান ও পাঞ্জাবকে বহিষ্কৃত করলেও আদালত স্থিতাবস্থা দেওয়ায় খেলোয়াড় নিলামে অংশ নিতে পারছে দল দুটি। তাই চতুর্থ আইপিএলে তাদের অংশ নেওয়ারও ভালো সম্ভাবনা রয়েছে।
No comments