আরবি শেখায় আগ্রহ বেড়েছে মার্কিন শিক্ষার্থীদের
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোয় বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ভাষা হয়ে উঠছে আরবি। গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের মডার্ন ল্যাংগুয়েজ অ্যাসোসিয়েশনের (এমএলএ) এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।ওই গবেষণায় দেখা গেছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে বিদেশি ভাষার তালিকায় লাতিন ও রুশকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে আরবি। ২০০৬ সালের তুলনায় আরবি ভাষা শেখার শিক্ষার্থীর সংখ্যা ৪৬ শতাংশ বেড়েছে। ১৯৫৮ সাল থেকে মোট ২২ বার এই তালিকা প্রস্তুত করেছে এমএলএ।অন্য ভাষার মধ্যে কোরিয়ান ১৯ শতাংশ, চীনা ১৮ দশমিক ২ শতাংশ, আমেরিকান সংকেতলিপি ১৬ দশমিক ৪ শতাংশ ও পর্তুগিজ ১১ শতাংশ হারে শেখার চাহিদা বেড়েছে। বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে স্প্যানিশ সবচেয়ে এগিয়ে আছে। ২০০৬ সালের তুলনায় বর্তমানে ৫ শতাংশ বেশি শিক্ষার্থী এই ভাষা শিখছে। আট লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এই ভাষা শিখছে। পরের স্থানটি ফরাসি ভাষার। দুই লাখ ১৬ হাজার মার্কিন শিক্ষার্থী এই ভাষা শিখছে। এ ছাড়া জার্মান ভাষা শিখছে ৯৬ হাজার শিক্ষার্থী।
No comments