পীরগাছায় চাঁদা তুলে রাস্তা সংস্কার
রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সীমান্তে এবং রংপুর সিটির সিমান্তে অথাৎ দেউতি সুন্দর পাড়া- মেকুড়া সুন্দর পাড়া নামক স্থানে ছোট একটি রাস্তার সংস্কার না করার কারনে বেহাল দশায় পড়ার কারনে স্থানীয়রা নিজ উদ্দ্যেগে সংস্কার করার উদ্দ্যেগ গ্রহণ করেছেন। রাস্তা সংস্কার করার কারনে শনিবার সকালে দেখা গেছে স্থানীয়দের ভাষায় সুকানো বাস টাংঙ্গিয়ে পথচারিদের কাছ থেকে বুঝি বুঝিয়ে টাকা সংগ্রহ করছেন।
পথচারিরাও টাকা দিয়ে সহযোগিতা করছেন। টাকা সংগ্রহ কারি মো: আব্দুল মতিন, মজিবুর রহমান আ: আজিদ হোসেন সহ অনেকেই বলেন এই এলাকাটি মুলত পীরগাছা এবং রংপুর সিটির একেবারেই সিমান্তে হওয়ার কারনে কেউ সংস্কার করতে চায় না তাই বাধ্য হয়েই আমরা রাস্তাটি সংস্কার করার উদ্দ্যেগ নিয়েছি।
No comments