মেয়ে নিয়ে ট্রেনের নিচে বাবার ঝাপ
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পালিত মেয়েসহ বাবা মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হযরত আলী (৪৫) ও তার পালিত মেয়ে আয়েশা খাতুন (৮)। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর ছিটপাড়া গ্রামে। নিহতদের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে। শ্রীপুরের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, মেয়েকে নিয়ে হযরত আলী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে লাফিয়ে পড়েন।
এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানান, সকাল ৮টার দিকে মেয়েসহ বাড়ি থেকে বের হন তার স্বামী। এরপরই তিনি এ দুঃসংবাদ পান। স্বামী দীর্ঘদিন যাবৎ একটি মামলা সংক্রান্ত ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানান তিনি। জয়দেবপুর রেল ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
No comments