শ্যামপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
রাজধানীর শ্যামপুর থানার সরকার পেট্রলপাম্পের সামনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন শমসের আলী ও সালাম। আহত ব্যক্তির নাম শাহ আলম। তাঁদের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, পেট্রলপাম্পের সামনে একটি ট্রাকের মেরামতকাজ চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শমসের আলী নিহত হন। আহত সালাম ও শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সালামকে মৃত ঘোষণা করা হয়। শাহ আলম চিকিৎসাধীন।
No comments