বিমানবন্দরে নেমেই যুবক বললেন তিনি 'আইএসআই এজেন্ট'
ভারতের মাটিতে বিমান থেকে নেমেই নিজেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর এজেন্ট বলে দাবি করেছেন এক যুবক। ৩৮ বছর বয়সী মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক শুক্রবার দুবাই থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে দিল্লি আসেন। খবর এনডিটিভির। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই রফিক ঘোষণা দেন, 'আমি আইএসআইয়ের একজন এজেন্ট। কিন্তু আমি আর ওই সংগঠনের সঙ্গে থাকতে চাই না। আমি ভারতে থাকতে চাই।'
বিমানবন্দরের হেল্প ডেস্কের সামনে গিয়ে রফিক তার পাকিস্তানি পাসপোর্টটি দেখান। এ সময় আইএসআইয়ের কর্মী প্রমাণ দিতে নিজ উদ্যোগে বেশ কিছু দলিলও দেখান তিনি। হেল্প ডেস্কের কর্মীদের রফিক জানান, তিনি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অনেক গোপন খবরাখবর জানাতে চান। হেল্প ডেস্কের কর্মীরা সঙ্গে সঙ্গে রফিকের খবর পৌঁছে দেন বিমানবন্দরের নিরাপত্তা অফিসারদের। সেখানে থেকে খবর পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে। বিমানবন্দর কর্তৃপক্ষ খবরাখবর নিয়ে জানতে পেরেছেন, রফিক দুবাই থেকে দিল্লিতে এসেছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে। তার সেখান থেকে কাঠমান্ডুতে যাওয়ার কথা ছিল। কিন্তু কাঠমান্ডুতে না গিয়ে তিনি বিমানবন্দরের হেল্প ডেস্কের কর্মীদের কাছে আত্মসমর্পণ করেন। পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অফিসাররা তারা কোনো এক অজ্ঞাত জায়গায় নিয়ে যান। রফিকের দাবি যথার্থ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments