আরো অত্যাধুনিক নয়া চীনা বিমানবাহি রণতরি
দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহি রণতরিতে আট হাজারেরও বেশি নয়া প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে চীন৷ চলতি সপ্তাহেই পানিতে নেমেছিল চীনের এই নয়া যুদ্ধ বিমানবাহী জাহাজ৷ দেশীয় পদ্ধতিতে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চীন যে উদ্যোগ নিয়েছে তা দেশের প্রযুক্তিকে বাড়তি উৎসাহ জোগাবে৷ এমনই প্রকাশিত হয়েছে চীনের প্রথম শ্রেণীর একটি সংবাদপত্রে৷
গত বুধবার চীনের ডালিয়ান জাহান নির্মাণ কেন্দ্র থেকে পঞ্চাশ টন ওজনের এই নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারটি পানিতে নেমেছিল৷ চায়না সিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের সাহায্যেই তৈরি হয়েছিল এটি৷ নয়া এয়ারক্রাফট ক্যারিয়ারটি ছাড়াও চীনের কাছে রয়েছে আরো একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ৷ ১৯৯৮-এ এটি ইউক্রেন থেকে ক্রয় করা হয়েছিল৷ এছাড়া আরো একটি নির্মাণ করছে চীন৷
No comments