গাড়ির দামে বিমান!
গাড়ির দামে বিমান! শুনতে অবাক লাগছে। এমন বিমানই এখন পাওয়া যাচ্ছে। ইতালীয় গাড়ি ল্যাম্বরগিনির মূল্য ৫ কোটি টাকা। আর এ টাকাতেই আপনি পেতে পারেন পাঁচ আসনের বিমান- যা এক ইঞ্জিনবিশিষ্ট। এক শহর থেকে আরেক শহরে সহজেই আপনি যেতে পারবেন এ বিমানে। মাত্র ৫শ’ মিটার জায়গা পেলেই ছোট্ট এ বিমান উড়ে যেতে বা নেমে আসতে পারে।
আলাদা রানওয়ের প্রয়োজন নেই। কোনো মাঠ থেকেও এ বিমান উড়তে পারে। এর গতিবেগ ঘণ্টায় ৩১০ কিলোমিটার। একটানা পৌনে চার ঘণ্টা উড়ার ক্ষমতা রয়েছে এ বিমানের। আমেরিকার মিনেসোটায় তৈরি হয় এ পাঁচ আসনের এক ইঞ্জিনবিশিষ্ট সিরাস বিমান। আনন্দবাজার গত্রিকা
No comments