শিবগঞ্জের ৪ জঙ্গির লাশ দাফন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের 'জঙ্গি আস্তানায়' অভিযানে নিহত আবুসহ চার জঙ্গির লাশ দাফন করা হয়েছে। আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে শুক্রবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর গোরস্থানে তাদের দাফন করা হয়। চার জঙ্গির লাশ দাফনের ব্যাপারে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান ও পৌর স্যানেটারি কর্মকর্তা জহির।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শিবনগরের আস্তানায় নিহত চার জঙ্গির মধ্যে তিনজন বিস্ফোরণে এবং একজন গুলিতে নিহত হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। এদিকে রাত ৯টার দিকে জঙ্গি আবুর লাশ তার দূরসম্পর্কের চাচা ইয়াসিন আলীর কাছে দেয়া হলেও তার বাবা-মা না থাকায় লাশটি ফেরত নেয় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরের দিকে শিবনগরের 'জঙ্গি আস্তানা' থেকে ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।
No comments