নড়াইলে ওষুধি গাছের প্রদর্শনী
হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে তিন শতাধিক ওষুধি গাছের প্রদর্শনী হয়েছে। লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল) রামনারায়ণ পাবলিক লাইব্রেরি চত্বরে দিনব্যাপী বিভিন্ন ওষুধি গাছ প্রদর্শনী করা হয়। শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং হোমিওপ্যাথিক রোগিরা ওষুধি গাছের এ প্রদর্শনী দেখতে ভিড় করেন। এদিকে, লাইব্রেরি মিলনায়তনে হ্যানিম্যানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ সাইয়্যেদ আহ্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন শিক্ষাবিদ শ ম আনয়ারুজ্জামান, ডাঃ সৈয়দ নাজমুস শাহাদাৎ, ডাঃ এম কে বাসার, ডাঃ অধ্যাপক মোহিদুর রহমান, ডাঃ আজিজুল হক আরজ, ডাঃ রফিকুল ইসলাম মিনা, ডাঃ মিজানুর রহমান, ডাঃ অহিদুজ্জামান, ডাঃ মাহামুদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম খান, সৈয়দ আকরাম আলী, সাংবাদিক আকরামুজ্জামান মিলু, আবু আব্দুল্লাহ, এসএম আলমগীর কবির লিটন প্রমুখ। বক্তারা, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উৎকর্ষ সাধন এবং বিজ্ঞানভিত্তিক উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
No comments