সুন্দরবনের আরও দুটি দস্যু বাহিনীর আত্মসমর্পণ
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবনের ভয়ঙ্কর আরও দুটি বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় দস্যুরা ৩১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গোলবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন। এর আগে যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবন দাপিয়ে বেড়ানো জাহাঙ্গীর, মাস্টার, মজনু, ইলিয়াস, খোকা বাবু ও ছোট রাজু বাহিনীসহ বিভিন্ন বাহিনী আত্মসমর্পণ করেছে।
No comments