শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ে নিহত
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের কাটা পড়ে বাবা ও তার পালিত মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার কর্ণপুর ছিটপাড়া এলাকার হযরত আলী (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে আয়েশা খাতুন (০৮)। নিহত আয়েশা স্থানীয় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাজাহান জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হন তারা। ধারণা করা হচ্ছে তারা আত্নহত্যা করতে পারেন। নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানান, সকাল ৮টার দিকে মেয়ে সহ বাড়ি থেকে বের হন তার স্বামী হযরত আলী। এর পর পরই এ ঘটনার সংবাদ পান। তার স্বামী দীর্ঘদিন যাবত একটি মামলা সংক্রান্ত ঘটনায় মানসিক যন্ত্রণায় ভূগছিলেন। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments