'উ. কোরিয়াকে একা সামলাতে পারবে না চীন'
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYZ_mcGE8aZ_pn0sYhBV35kinhapvbtpXS4LtodjQRGZ6x5_QWYgUw_GyKolVqh1ubKC7LZ3rLhFwZOUsRdgjmYgrgsMmpoGarwTr2ZhjjpXnKi_eNBwcZCN77yBQ54BOcXaTps5BJXd5l/s400/46.jpg)
চীন বলেছে, কোরিয় উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা নিরসন করা বেইজিংয়ের একার পক্ষে সম্ভব নয়। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, “কার অবস্থান সঠিক আর কে ভুল পথে রয়েছে সে বিতর্ক বাদ দিয়ে এখন আমাদের উচিত কে উত্তেজনা প্রশমনের জন্য প্রথম পদক্ষেপ নেবে তা নিয়ে আলোচনা শুরু করা।” ওয়াং বলেন, “উত্তর কোরিয়ার সাথে আলোচনা আবার শুরু করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।” চীনের একার পক্ষে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চীনকে ‘তার মিত্র’ উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের জন্য নিজের প্রভাব খাটানোর আহ্বান জানানোর পর এ মন্তব্য করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে টিলারসন উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু হুমকির মোকাবিলায় ‘সব ধরনের ব্যবস্থা’ নেয়ার পথ খোলা রাখার আহ্বান জানান। বেইজিং ‘আগে আলোচনা পরে ব্যবস্থা’ গ্রহণের নীতিতে বিশ্বাসী। কিন্তু ওয়াশিংটন আলোচনা শুরু করার আগে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায়। অন্যদিকে কোরিয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে যেকোনো সামরিক ব্যবস্থা নেয়ার কঠোর বিরোধিতা করেছে রাশিয়া। দেশটি বলেছেন, এ ধরনের ব্যবস্থা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং তা ‘বিপর্যয়কর ফলাফল’ বয়ে আনবে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেন, পিয়ংইয়ংয়ের সাথে আলোচনা শুরু করার যে প্রস্তাব চীন দিয়েছে তা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তিনি আরো বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা আরোপ করে কোনো ফল পাওয়া যাবে না। সূত্র : ওয়েবসাইট
No comments