অনিয়মের অভিযোগে মালয়েশিয়ায় ৯ বাংলাদেশীকে আটক
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) একটি সিন্ডিকেটের নয় জন সদস্যকে গ্রেফতার করেছে৷ তার অবৈধভাবে বিদেশী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন করেছিল এবং এ সিন্ডিকেটের এজেন্ট হিসেবে কাজ করত। বৃহস্পতিবার সিলাঙ্গোর, পেরাক, পেনাং এবং জোহর এলাকায় বিশেষ অভিজান চালিয়ে তাদের আটক করে এমএসিসি। সন্দেহভাজনকে এই নয়জনের মধ্যে সিলাঙ্গোরে তিনজন, পেনাং-এ দুই, জোহরে তিন ও অপর একজনকে পেরাক থেকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইন প্রক্রিয়ায় শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়নের কার্যক্রমগুলিতে অনিয়ম দেখা গেলে এ সিন্ডিকেট শনাক্ত করে তা ইতিমধ্যে বানচাল করেছে, এমএসিসি ও মাইইজি সার্ভিসেস বারহাদ (মাইইজি)। এমএসিসি সূত্র জানায়,সিন্ডিকেটের সদস্যরা ইমিগ্রেশন অফিসারদের নবায়ন কাজের পারমিট সংগ্রহ করার জন্য ঘুষের প্রস্তাব দেয় যা শ্রমিকদের নিয়োগকর্তাদের উপস্থিতি ছাড়াই অনলাইনের জন্য আবেদন এবং অনুমোদিত ছিল৷
কিন্তু আইন বলছে, শুধুমাত্র নিয়োগকর্তারাই তাদের শ্রমিকদের নবায়নযোগ্য পারমিটগুলি সংগ্রহ করতে পারবেন। সিন্ডিকেটের এজেন্টগুলি প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য অন্তত ৫০ রিঙ্গিত থেকে সর্বোচ্চ ৭০০ রিঙ্গিত পর্যন্ত ঘুষ প্রদানের প্রস্তাব করেছিল৷ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এমএসিসি তদন্ত পরিচালক ডাতুক সিমী আবদুল গনি বলেন, এ বিষয়ে আরও তদন্তদের জন্য সন্দেহভাজনকে রিমান্ডে নেয়া হবে। তিনি বলেন, 'এমএসিসি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, কারণ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।' আটককৃত দের বয়স ৩৩ থেকে ৫০ বছরের মধ্যে এবং তাদের কে এমএসিসি আইন ২০০৯ এর ১৬ সেকসনের (বি) (এ) এর ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
No comments