ভালো গল্প হলে চলচ্চিত্রে কাজ করব
*সম্প্রতি কি নিয়ে ব্যস্ত আছেন?
**কিছুদিন আগে একটি খণ্ড নাটকের কাজ শেষ করলাম। এছাড়া চলতি কিছু ধারাবাহিকের কাজ বাকি আছে, সেগুলোর শুটিং করছি। ঈদের কিছু কাজ করার পরিকল্পনা আছে। নাটকের বাইরে ব্যক্তিগত কিছু কাজেও সময় দিতে হচ্ছে।
*প্রচার চলতি নাটকে দর্শকের কাছে কেমন সাড়া পাচ্ছেন?
**বর্তমানে আমার সাতটির মতো নাটক বিভিন্ন চ্যানেলের প্রচার হচ্ছে। চেষ্টা করেছি ভালো কাজ করার। দর্শকে ভিন্ন কিছু উপহার দেয়ার। মনে হয় দর্শক ভালোভাবেই নিচ্ছেন। ভালো সাড়া পাচ্ছি।
*চলচ্চিত্র নিয়ে কি ভাবছেন?
**মুখোশ মানুষ এবং প্রার্থনা দুটি চলচ্চিত্রের কাজ শেষ করলাম। এখন দেখার অপেক্ষা দর্শক কিভাবে গ্রহণ করবেন। বড় পর্দায় কাজ করছি। সামনেও ভালো গল্প এবং চরিত্রের কাজ করার সুযোগ পেলে হাতছাড়া করব না।
*‘মুখোশ মানুষ’ ছবিটি নিয়ে এরই মধ্যে বেশ সমালোচনাও হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?
**দেখুন, সমালোচকের কাজ তো সমালোচনা করা। ছবিতে আমার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চরিত্রের প্রয়োজনেই ভিন্নভাবে আমাকে দেখা যাবে। এটা নেতিবাচক দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই।
*ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে?
**সবার দোয়ায় ভালো আছি। সামনের দিনগুলোতেও সবার ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই। সাদিয়া ন্যান্সি
**কিছুদিন আগে একটি খণ্ড নাটকের কাজ শেষ করলাম। এছাড়া চলতি কিছু ধারাবাহিকের কাজ বাকি আছে, সেগুলোর শুটিং করছি। ঈদের কিছু কাজ করার পরিকল্পনা আছে। নাটকের বাইরে ব্যক্তিগত কিছু কাজেও সময় দিতে হচ্ছে।
*প্রচার চলতি নাটকে দর্শকের কাছে কেমন সাড়া পাচ্ছেন?
**বর্তমানে আমার সাতটির মতো নাটক বিভিন্ন চ্যানেলের প্রচার হচ্ছে। চেষ্টা করেছি ভালো কাজ করার। দর্শকে ভিন্ন কিছু উপহার দেয়ার। মনে হয় দর্শক ভালোভাবেই নিচ্ছেন। ভালো সাড়া পাচ্ছি।
*চলচ্চিত্র নিয়ে কি ভাবছেন?
**মুখোশ মানুষ এবং প্রার্থনা দুটি চলচ্চিত্রের কাজ শেষ করলাম। এখন দেখার অপেক্ষা দর্শক কিভাবে গ্রহণ করবেন। বড় পর্দায় কাজ করছি। সামনেও ভালো গল্প এবং চরিত্রের কাজ করার সুযোগ পেলে হাতছাড়া করব না।
*‘মুখোশ মানুষ’ ছবিটি নিয়ে এরই মধ্যে বেশ সমালোচনাও হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?
**দেখুন, সমালোচকের কাজ তো সমালোচনা করা। ছবিতে আমার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চরিত্রের প্রয়োজনেই ভিন্নভাবে আমাকে দেখা যাবে। এটা নেতিবাচক দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই।
*ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে?
**সবার দোয়ায় ভালো আছি। সামনের দিনগুলোতেও সবার ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই। সাদিয়া ন্যান্সি
No comments