অপ্রতিরোধ্য ব্রাজিল
বিশ্বকাপ ফাইনালের সঙ্গে প্রীতি ম্যাচের কোনো তুলনাই চলে না। তারপরও ম্যাচ শেষে তার চওড়া হাসিই বলছিল এই জয় কতটা তৃপ্তি দিয়েছে কার্লোস দুঙ্গাকে। ১৭ বছর আগে প্যারিসের এ মাঠেই বিশ্বকাপ ফাইনালে দিদিয়ের দেশমের ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরেছিল দুঙ্গার ব্রাজিল। সেই ম্যাচের দুই অধিনায়ক বৃহস্পতিবার রাতে ফের মুখোমুখি হলেন ডাগআউটে। এবার কোচ হিসেবে শেষ হাসি হাসলেন দুঙ্গা। প্যারিসের প্রীতি ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বিপর্যয়ের পর সেলেকাওরা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। শতভাগ জয়ের রেকর্ড সেটাই বলছে। দুঙ্গার কোচিং আর নেইমারের নেতৃত্বে এটি ব্রাজিলের টানা সপ্তম জয়।
ফর্ম যেমনই থাক না কেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই বদলে যান নেইমার। পরশু রাতেও দুর্দান্ত এক গোল করে প্যারিস মাতালেন বার্সা ফরোয়ার্ড। শুরুতে অবশ্য লা ব্ল–জরাই ছিল চালকের আসনে। ২১ মিনিটে হেডে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে। ৪০ মিনিটে অস্কারের গোলে সমতা ফেরার পরই ম্যাচের লাগাম চলে যায় ব্রাজিলের হাতে। ৫৭ মিনিটে নেইমারের ৪৩তম আন্তর্জাতিক গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১২ মিনিট পর ব্যবধান ৩-১ করেন লুইজ গুস্তাভো। ‘প্রতিশোধ’ শব্দটা মুখে না আনলেও তৃপ্তির জয়ে উচ্ছ্বাস গোপন করেননি দুঙ্গা, ‘ব্রাজিল দলকে শুধু জিতলেই চলে না, ভালো খেলতে হয়। আমরা ভালো খেলেছি। পারফরম্যান্স হয়তো নিখুঁত নয়, কিন্তু শক্তিশালী একটি দলের বিপক্ষে জয়টা অবশ্যই তৃপ্তিদায়ক।’ বিশ্বকাপের পর এটি ফ্রান্সের প্রথম হার। পরশু রাতের আরেক প্রীতি ম্যাচে রাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে বাহরাইনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। এএফপি।
No comments